সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২
ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নিন
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১:২৩ এএম |

ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নিন
প্রতিদিনই চরম ভোগান্তিতে নগরবাসী। সমস্যা উত্তরণে নানামুখী উদ্যোগ নিলেও তা কাজে আসছে না। এদিকে দাবি আদায়ে রাজপথ সব সময় থাকে উত্তপ্ত। মিছিল, সমাবেশ, অবস্থান কর্মসূচি- কোনো কিছুই আর থেমে নেই। গ্যাসসংকটে নাকাল নগরবাসী; এর ওপর যানজটে প্রায় সারা বছরই ভোগান্তিতে থাকেন তারা। রাস্তায় অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি জনদুর্ভোগ বাড়িয়ে দেয়। শহরের মধ্যে যেখানে-সেখানে শিল্পকারখানা গড়ে ওঠায় পরিবেশদূষণও বেড়েছে। শীতের মৌসুম শেষের দিকে হলেও অধিকাংশ সবজির দাম দ্বিগুণ। অর্থাৎ দ্রব্যমূল্য সারা বছরই সিন্ডিকেটের কবলে। ২০২৬ সালের শুরুতে অনেক বাড়ির ভাড়া ও বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন বাড়ানো হয়েছে। পুরোনো শিক্ষার্থীকেও মোটা অঙ্কের ভর্তি ফি দিয়ে নতুন শ্রেণিতে উঠতে হচ্ছে। নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত রিকশা আর ফুটপাত দখল করা দোকানপাট জনজীবনের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। আদালত ও থানায় গেলে হয়রানি হতে হয়। ঠিকমতো সেবা পান না বেশির ভাগ মানুষ। রাষ্ট্রীয় দুর্নীতি ও হয়রানি নিয়মতান্ত্রিক হয়ে গেছে। সব মিলিয়ে দুর্বিষহ চাপে আছেন নগরবাসী।
নগর বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে নাগরিক জীবন যেন নরকে পরিণত হয়েছে। শুধু রাজধানী নয়, অনেক বিভাগীয় শহরেও ভোগান্তি বাড়ছে। মুমূর্ষু রোগীও যানজটের কারণে সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারেন না। গণপরিবহন নিয়মের মধ্যে চালাতে সরকার ব্যর্থ হয়েছে। সিএনজিচালিত অটোরিকশা যে যেমন পারে ভাড়া আদায় করে। আইনের আওতায় আনতে গেলে আন্দোলনের নামে ব্যাটারিচালিত রিকশার চালকরা রাস্তাঘাট আটকে সাধারণ মানুষকে আরও ভোগান্তিতে ফেলেন। এদের কাছে সাধারণ মানুষ জিম্মি। বাসাবাড়ি, শিল্পকারখানাসহ প্রায় সব জায়গায় গ্যাসের সংকট। হোটেল-রেস্তোরাঁতেও সময়মতো খাবার সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এমন পরিবেশে কীভাবে জীবনযাপন স্বাভাবিক থাকে- এমন প্রশ্ন তুলেছেন অনেকে। বর্তমান সরকার অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব গ্রহণ করেছে। একটি রাজনৈতিক সরকার যা বাস্তবায়ন করতে পারে, অনির্বাচিত সরকার তা পারে না। এ জন্য নগরজীবনের অনেক সমস্যা আগের চেয়ে বেড়েছে। অনেক ভালো সিদ্ধান্তেরও বাস্তবায়ন সম্ভব হয়নি এই সরকারের আমলে। তাই দেশের উন্নয়নের জন্য নির্বাচিত সরকার খুবই গুরুত্বপূর্ণ।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ব্যবসা-বাণিজ্যে মন্দা চলছে। বিনিয়োগে খরা। নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। পুঁজির সংকটে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না। আয় না বাড়লেও পদে পদে খরচ বাড়ছে। বাড়তি খরচের চাপে দিশেহারা সাধারণ আয়ের মানুষ। সরকারও আর্থিক সংকটে আছে।
নাগরিক জীবনের দুর্বিষহ চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাই জনজীবনের সংকট কমাতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের অপচয়মূলক প্রকল্প ও পরিচালন ব্যয় নিয়ে কার্যকর জবাবদিহি থাকতে হবে। সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোকে সেবার মান উন্নয়নে কাজ করতে হবে। সেবাগ্রহীতা যাতে সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে দিকটা খেয়াল রাখতে হবে। দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে চলমান সমস্যার সমাধান করতে হবে। সরকার জনভোগান্তি কমাতে প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একটি কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে, সেটিই প্রত্যাশা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশ গড়ার পরিকল্পনা জানালেন তারেক রহমান
সমালোচনা করে পেট ভরবে না
কোনো কোনো দল আছে, দেশের মানুষকে ধোঁকা দিতে চায়
কুমিল্লা ১০ আসনে মনোনয়ন ফিরে পেলেন বিএনপি নেতা মোবাশ্বের
নরসিংদীতে কুমিল্লার মেকানিকের আগুনে পোড়া লাশ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
সাত্তার খান শপিং কমপ্লেক্সের ছয় তলার একটি গোডাউনে আগুন
৩০০ ফিটের আদলে বিশাল মঞ্চ, জনসমুদ্রে রূপ নিবে ডিগবাজি মাঠ
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২