রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ, সাজ-সাজ রব
জহির শান্ত, কুমিল্লা
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:৩৩ এএম আপডেট: ২৫.০১.২০২৬ ২:৫৬ এএম |

আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
দীর্ঘ দুই দশক পর কুমিল্লায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৫ জানুয়ারি) কুমিল্লায় তিনটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এর মধ্যে সবচেয়ে বড় জনসভাটি হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি ফুলতলি মাঠে। একই দিনে কুমিল্লার চৌদ্দগ্রাম এবং দাউদকান্দিতেও জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এর আগে ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে কুমিল্লা স্টেডিয়ামে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে তারেক রহমানের এ সফর ঘিরে কুমিল্লা জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশস্থলগুলোতে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে, নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর এলাকা।
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
বিএনপির নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, রোববার, ২৫ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম, সন্ধ্যা ৭টায় জেলার সদর দক্ষিণের সুয়াগাজীর ফুলতলী মাঠে এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। সকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে জনসভা শেষে বিকেলে কুমিল্লায় তিনটি সভায় অংশ নেবেন তিনি। তার এ জনসভা ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।
শনিবার সুয়াগাজির জনসভাস্থলে গিয়ে গেছে, সেখানে মঞ্চ নির্মাণের কাজ করছেন কর্মীরা। তার পরিদর্শনে এসেছেন বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করছেন তারেক রহমানের এ জনসভায় স্মরণকালের বৃহৎ লোকসমাগম হবে। এখান থেকেই আগামী নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তারেক রহমান।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। উৎসাহের আমেজ নিয়ে তারা অপেক্ষা করছেন আমাদের চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনতে এবং তাকে একনজর দেখতে।’
দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন- ‘কুমিল্লায় বিএনপির নেতা-কর্মীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে তারেক রহমানের কুমিল্লা সফরের মধ্য দিয়ে। নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে আমরা বুঝতে পারছি জনতার জোয়ার নামবে কুমিল্লার সমাবেশকে ঘিরে।’
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন জানান, এ সফর দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন বলেন, ‘সুয়াগাজীর মাঠটি প্রায় ৫০ একর। নেতাকর্মীদের যে উচ্ছ্বাস। জনতার জোয়ার নামবে কুমিল্লার সমাবেশকে ঘিরে।’
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী জানান, সমাবেশ ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা, সাদা পোশাকে দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।







 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২