বিএনপি
চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমালোচনা বা গীবত করে পেট ভরবে না।
স্বৈরাচার কিংবা কোন প্রতিপক্ষ রাজনৈতিক দলের গীবত বা সমালোচনা করে লাভ নেই
যদি যা বলি তা করতে না পারি। তবে মাঝে মাঝে সমালোচনা করতে হবে যদি কেউ
বেশি বাড়াবাড়ি করে। কিন্তু আমাদের দেশের মানুষের পেটে ভাত দরকার, পকেটে
হালাল পয়সা দরকার। চিকিৎসা দরকার, শিক্ষা দরকার। দেশে বিদেশে কর্মসংস্থানের
দরকার। এগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা৷ আমরা যারা রাজনীতি করি তারা বলি
আমাদের রাজনীতির মূল শক্তি হচ্ছে জনগন। জনগনকে সব সময় আমরা পাশে রাখতে
চাই।
তিনি আরো বলেন, বিএনপি অভিজ্ঞতা আছে দেশ চালানোর। তাই আমরা বলছি
ফ্যামিলি কার্ড দিবো, কৃষক কার্ড দিবো। অন্যান্য দল এসবের সমালোচনা করছে-
আমি দেখেছি আপনারাও শুনেছেন। তারা যাই বলুক কিচ্ছু যায় আসে না। আপনারা
ধানের শীষকে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করলে আমরা সরকার গঠন করলে আমরা চোখ
বন্ধ করে এসব বাস্তবায়ন শুরু করবো৷
তিনি আজ রাত ৯ টায় ঢাকা- চট্টগ্রাম
মহাসড়ক সংলগ্ন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ফুলতলি মাঠে নির্বাচনি জনসভায়
এসব কথা বলেন। সভায় কুমিল্লা ও চাঁদপুরের ১৪ টি আসনের বিএনপি মনোনীত
প্রার্থী ও বিএনপি- যুবদল- স্বেচ্ছাসেবক দল- ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয়
শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, ফজরের ওয়াক্তে গিয়ে
ধানের শীষে ভোট দিতে চলে যাবেন। লাইন ধরবেন, যখন দরজা খুলবে আপনারা ধানের
শীষে ভোট দিবেন। ভোট দিয়ে চলে আসলে হবে না। যে অধিকার থেকে গত ষোল বছর
বঞ্চিত করা হয়েছিলো, জুলাই যোদ্ধাদের বলিদান তো বৃথা যেতে পারে না। যে
অধিকার আপনাদের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছিলো, সেই অধিকার সন্ধ্যার মধ্যে
বুঝে নিয়ে আসবেন। ধানের শীষকে জায় যুক্ত করতে কেউ যেন ষড়যন্ত্র করে আপনাদের
অধিকার কেড়ে নিতে পারে তা বুঝে নিয়ে আসবেন।
সভায় শুরুতেই বক্তব্য রাখেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না, ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা- ৮ বরুড়া আসন থেকে বিএনপির
প্রার্থী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দক্ষিন জেলা
বিএনপির নির্বাচনি সমন্বয়ক ও চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ
ইয়াছিন, কুমিল্লা-০৬ আসনের প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল
হক চৌধুরী, সাবেক শিক্ষা মন্ত্রী এহসানুলহক মিলন, কুমিল্লা -৭ আসনের
প্রার্থী ও সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ,
কুমিল্লা-০৯ এর বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আবুল
কালাম, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী জসিম উদ্দিন, সাবেক এমপি
মজিবুর রহমান মজু, চাঁদপুর-৪ এর সংসদ সদস্য প্রার্থী লায়ন হারুনুর রশিদ,
চাঁদপুর -০২ এর প্রার্থী জালাল উদ্দিন, কুমিল্লা সিটি কর্পোরেশনের, সাবেক
মেয়র মনিরুল হক সাক্কু, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ
সেলিম ভুইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিন জেলা বিএনপির
সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান
আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভুইয়া স্বপন, মহানগর বিএনপির সভাপতি
উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির
সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম
তারেক মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
