কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও তরুণ সমাজসেবক
মো. আরিফুল হক ভূইয়া বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর
রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়ে ওঠা বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি) গণমানুষের দল হিসেবে মানুষের অধিকার ও কল্যাণে কাজ
করে যাচ্ছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার
দুলালপুর গ্রামের মিরকিল্লাপাড়া মোড়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও
আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আরিফুল হক ভূইয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান পিতা-মাতার আদর্শ ও নীতি অনুসরণ করে দেশের মানুষের
কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে
ধারণ করে দেশ ও জাতির স্বার্থে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে
ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি
মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিমকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়
নিশ্চিত করতে হবে। তিনি দাবি করেন, জসিম উদ্দিন জসিম গত তিন দশক ধরে এলাকার
মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। করোনা মহামারি, বন্যাসহ বিভিন্ন
দুর্যোগে তিনি সাধারণ মানুষের সহায়তায় সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি
বসন্তের কোকিল নন, এই মাটি ও মানুষের প্রকৃত নেতা —বলেন আরিফুল হক ভূইয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক
সম্পাদক ও দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন
ভূইয়া। সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মাসুদ
আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট
মমিনুল হক ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা.
তাহমিনা হক পপি, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নূরুল হুদা, উপজেলা
বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুল, উপজেলা শ্রমিক দলের
সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক মো. কবির আহমেদ এবং যুগ্ম সাধারণ
সম্পাদক গোলাম মো. বাকি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের
যুগ্ম সাধারণ সম্পাদক মো. অলি উল্লাহ মৈশান ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক
মো. সেলিম সরকার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসায়ে মো. রফিকুল হক
ভূইয়া এবং ইসলামিক রিসার্চ সেন্টারের অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. মোশারফ
হোসেন। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ ও
সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
