শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ২৪.০১.২০২৬ ১:৩১ এএম |



 দিনব্যাপী মনিরুল হক  চৌধুরীর গণসংযোগদিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী সভা করেছে কুমিল্লা ৬ আসনের এমপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। 
শুক্রবার ২৩ জানুয়ারি সকালে সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর, মিন্নতনগর, ছনগাঁও, হরসপুরে গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেন। সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বদরপুরে বাদ জুমা তিনি একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। বিকেলে নগরের ধর্মসাগর পাড়ে সদর দক্ষিণ উপজেলা বিএনপি'র সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। 
বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আপনারা যে যেই গ্রুপই করুন না কেন, সবাই জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। অতএব ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন। নির্বাচনের আগে কিংবা পরে কোনো নেতাকর্মীর ওপর অত্যাচার করার সুযোগ কাউকে দেওয়া হবে না।
সন্ধ্যা ৭টায় সদর উপজেলার কবিরাজ বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁনপুর ব্রীজ একসময় আমি করে দিয়েছি, আরেকটি ব্রীজ ইতিমধ্যে প্রকল্প পাশ হয়েছে, কাজ শুরু হবে। 
তিনি আরও বলেন, গোমতীর উত্তরে উন্নয়নে ছোঁয়া লাগেনি বললেই চলে। আমি নির্বাচিত হলে গোমতী উত্তরের পাঁচথুবী আমড়াতলী দুটি ইউনিয়নকে সিটি করপোরেশনে একীভূত করবো ইনশাআল্লাহ। 
জনসভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী কর্ণেল আকবরের ছেলে ইসমাইল হোসেন সায়মন, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, কুমিল্লা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক শাহ মোহাম্মদ সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেনসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও 
সহযোগী সংগঠনের পরবর্তীতে রাত সাড়ে ৮টায় সদর দক্ষিণ উপজেলার রতনপুর বাজারে একটি উঠান বৈঠকে যোগ দেন। সাড়ে ৯টার দিকে কালিরবাজারে সৈয়দপুরে মাহফিলে অংশ নেন। রাত সাড়ে ১০ টায় রাজেশ্বরী মন্দিরে পরিদর্শন করেন।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২