বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচনকে সামনে রেখে চলমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ২৫
জানুয়ারি রবিবার রাতে দাউদকান্দি উপজেলায় নির্বাচনী সমাবেশে বক্তব্য
রাখবেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন
জানান,রবিবার চট্টগ্রাম ও ফেনীর সমাবেশ শেষ করে বিকাল ৫টায় তারেক রহমান
চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে প্রথম সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর সন্ধ্যা ৭টায়
কুমিল্লার সোয়াগাজীর ডিগবাজী মাঠে এবং রাত ৮ টায় দাউদকান্দি উপজেলার
কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।
দীর্ঘ ২৪ বছর
পর দাউদকান্দিতে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের
নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
গত কয়েক
দিন ধরে সমাবেশস্থলে মঞ্চ নির্মাণ,ব্যানার-ফেস্টুন ও সাজসজ্জার কাজ চলছে।
তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে পোস্টার ও ফেস্টুন লাগানো
হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় ও জেলা
পর্যায়ের নেতারা ইতোমধ্যে সমাবেশস্থল পরিদর্শন করেছেন। দলীয় নেতারা আশা
করছেন, সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে।
বিএনপি সূত্রে জানা যায়, এর
আগে ২০০২ সালের ২৪ ফেব্রুয়ারি কুমিল্লা স্টেডিয়ামে তৃণমূল বিএনপির ইউনিয়ন
প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। সে সময় তিনি দলের যুগ্ম সিনিয়র
মহাসচিব ছিলেন। ওই সভায় কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫২টি
ইউনিয়নের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারেক রহমান সবার বক্তব্য মনোযোগ দিয়ে
শোনেন এবং নোট নেন।
শনিবার সন্ধ্যায় সভাস্থল পরিদর্শনে এসে বিএনপির
জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ
হোসেন বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ২৫ জানুয়ারী রবিবার আমাদের
দলের চেয়ারম্যান তারেক রহমান দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায়
বক্তব্য দেবেন। তার আগমন দাউদকান্দি-মেঘনা অঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা
যোগ করবে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেন,
দলের চেয়ারম্যানের আগমনকে সামনে রেখে জনসভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন
করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তা, মঞ্চ নির্মাণ, ব্যবস্থাপনা ও
জনসমাগম নিয়ন্ত্রণসহ সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারেক রহমানের সফরকে ঘিরে
দাউদকান্দি ও আশপাশের এলাকায় বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি
সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
