নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা
জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) কুমিল্লা জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন
কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)
পংকজ বড়ুয়া মহোদয় সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার
মোঃ আনিসুজ্জামান।
সভায় পুলিশ সুপার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের সকল
ইউনিটকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় জেলার সার্বিক
আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম, ট্রাফিক
ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর
মামলাসমূহের অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে
বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া সভায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায়
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীসহ
কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল থানার অফিসার
ইনচার্জবৃন্দ।
