
কুমিল্লার
নাঙ্গলকোট থানার বিশেষ অভিযানে সুমন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক
করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার জোড্ডা বাজারের পশ্চিম পাশ
থেকে তাকে ধাওয়া করে জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া ফকির মার্কেটের
ইসমাঈলের দোকানের সামনে থেকে আটক করা হয়। এসময় মাদক কারবারি সুমন মিয়ার
নিকট থেকে ১শ' পিচ ইয়াবা জব্দ করা হয়। নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক
মোহাম্মদ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। আটক মাদক কারবারি সুমন
মিয়া উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের বাইয়ারা গ্রামের সায়েদুল হকের ছেলে।
নাঙ্গলকোট
থানা পরিদর্শক তদন্ত শাহজালাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি
সুমন মিয়াকে আটক করা হয়েছে। তার নিকট থেকে এক শ' পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল কুমিল্লার আদালতে
প্রেরণ করা হবে।
