রণবীর ঘোষ কিংকর।
দলীয়
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসন থেকে
স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের
স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার
(২১ জানুয়ারী) রাত ৮টায় বিএনপি’র ভেরিফাইড ফেসবুক পেইজে দলীয় প্যাডে দলটির
সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য
পাওয়া গেছে।
আতিকুল আলম শাওন ২০১৮ সাল থেকে চান্দিনা উপজেলা বিএনপি’র
সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিরোধীতা
করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি।
অপরদিকে আবদুল মতিন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের উপদেষ্টার দায়িত্বে আছেন।
কেন্দ্রীয়
বিএনপি’র ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে ‘দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা
পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার জন্য বিএনপি’র নিম্ন লিখিত নেতৃবৃন্দকে
দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে’।
ওই
চিঠিতে বিভাগ ভিত্তিক ৫৯ জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়। তারমধ্যে
কুমিল্লা বিভাগে ৬জন এবং কুমিল্লার ১১টি আসনের মধ্যে কুমিল্লা-৭ আসন থেকে
আতিকুল আলম শাওনকে এবং কুমিল্লা-২ আসন থেকে ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন অব
বাংলাদেশ এর উপদেষ্টা ইঞ্জি. আব্দুল মতিনকে বহিষ্কার করা হয়।
দল থেকে বহিষ্কারের পর প্রার্থী আতিকুল আলম শাওন এর মন্তব্য জানতে তার ব্যবহৃত ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে
বহিস্কারের পর তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লিখেন-
‘আলহামদুলিল্লাহ ও শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের প্রতি। আমি
নির্যাতিত-নিপীড়িত নেতা-কর্মীদের পাশে থাকতে গিয়ে এর চেয়ে বড় কিছু কোরবানি
করতে সব সময় প্রস্তুত’।
