কুমিল্লার
১১ টি আসনে প্রতীক পেলেন ৮০ জন প্রার্থী । দলীয় প্রতীক ৭৬ বিএনপির ৩ জনসহ
স্বতন্ত্র ৪ জন । ২১ জানুয়ারি বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টায় জেলা
প্রশাসক কার্যালয়ে থেকে প্রার্থীদের হাতে প্রতীক তুলে কুমিল্লা জেলা
প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুঃ রেজা হাসান । কুমিল্লার ১১ টি আসনের
মধ্যে দুটি আসনে এখনো পর্যন্ত আইনি জটিলতার কারণে বিএনপি প্রার্থীকে প্রতীক
দেওয়া হয়নি । কুমিল্লা ৪ আসন মঞ্জুরুল আহসান সান মুন্সী এবং কুমিল্লা ১০
আসনে আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন । হাইকোর্টে
রিট পিটিশন করেন মনজুরুল আহসান মুন্সী । বুধবার হাইকোর্ট মনজুরুল আহসান
মুন্সির রিট খারিজ করে দেন, ফলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ
পাচ্ছেন না । এদিকে কুমিল্লা ১০ আসনে এখনো পর্যন্ত বিএনপির মনোনীত প্রার্থী
গফুর ভূঁইয়াও কোন সুখবর পাননি । 
১১ টি আসনে প্রার্থীরা কোন প্রতীক পেলেন:
কুমিল্লা
-১ (দাউদকান্দি ও মেঘনা) ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির
সদস্য খন্দকার মোশাররফ হোসেন, দাড়িপাল্লা প্রতীক পেয়েছেন
জামায়াতের
দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির মনিরুজ্জামান বাহলুল ,ইসলামী আন্দোলন
বাংলাদেশ বশির আহমেদের হাতপাখা , জাতীয় পার্টি সৈয়দ মো: ইফতেকার আহসান
লাঙ্গল , এবি পার্টি শফিউল বাশারের ঈগল , বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বড়ুয়া
মনোজিত ধীমনের মোটরগাড়ি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি মোঃ আবুল কালামের হাতি
।
কুমিল্লা
-২(হোমনা ও তিতাস) বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ
সেলিম ভূঁইয়ার ধানের শীষ, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাজিম
উদ্দিন মোল্লার দাড়িপাল্লা , মো. আমির হোসেন ভূঁইয়া (জাতীয় পার্টি)
,ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলমের হাতপাখা (ইসলামী ঐক্য জোট), জাতীয় পার্টির
মোঃ আমির হোসেনের লাঙ্গল, মোঃ আব্দুস সালাম (ইসলামী ঐক্যফ্রন্ট) চেয়ার ,
ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের তালা (স্বতন্ত্র) ।
কুমিল্লা -৩(মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ধানের শীষ, জামায়াতের
ইউসুফ হাকিম সোহেলের দাড়িপাল্লা, বাংলাদেশ কংগ্রেস মোঃ খোরশেদ আলমের ডাব,
ইসলামি
আন্দোলন বাংলাদেশ আহমদ আব্দুল কাইয়ুমের হাতপাখা , জাতীয় গণতান্ত্রিক
আন্দোলন রিয়াজ মোহাম্মদ শরীফের সিংহ , আমজনতার দল চৌধুরী রকিবুল হকের
প্রজাপতি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মোঃ শরীফ উদ্দীন সরকারের আপেল,
বাংলাদেশ রিপাবলিকান পার্টি মোঃ এমদাদুল হকের হাতি , গণ অধিকার পরিষদ মোঃ
মনিরুজ্জামানের ট্রাক, বাংলাদেশ রিপাবলিকান পার্টি এমদাদুল হকের হাতি ।
কুমিল্লা
-৪( দেবিদ্বার) এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মোঃ আবুল হাসনাতের
শাপলা কলি ( হাসনাত আব্দুল্লাহ), গণঅধিকার পরিষদ মোঃ জসিম উদ্দিনের ট্রাক,
ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী মোঃ ইরফানুল হকের আপেল , খেলাফত মজলিস
মনোনীত প্রার্থী মজিবুর রহমানের দেওয়াল ঘড়ি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ
আব্দুল করিমের হাতপাখা ।
কুমিল্লা -৫(বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) বিএনপির
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ জসিম উদ্দিনের ধানের
শীষ, জামায়াতের ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি মোবারক হোসেনের দাড়িপাল্লা,
এবি পার্টির ব্যারিস্টার জোবায়ের আহমেদের ঈগল , বাংলাদেশ কমিউনিস্ট
পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফির কাস্তে, বাংলাদেশ
মুসলিম লীগ আবুল কালাম ইদ্রিস হারিকেন , শিরিন আক্তারের তারা (জেএসডি),
ইসলামিক বিপ্লব বাংলাদেশ তানজিল আহমেদের আপেল , মোঃ এমরানুল হক(জাতীয়
পার্টি), ইসলামী আন্দোলন মোঃ রাশেদুল ইসলামের হাতপাখা , এনপিপি আবুল
বাশারের আম ।
কুমিল্লা -৬ (আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা,
কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা সেনানিবাস) বিএনপির চেয়ারম্যানের
উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর ধানের শীষ, জামায়াতের কুমিল্লা মহানগর
জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদের দাড়িপাল্লা, ইসলাম আন্দোলন বাংলাদেশ
মোহাম্মদ হারুনুর রশিদের হাতপাখা, বাসদ কামরুন্নাহার সাথীর মি, জাতীয়
সমাজতান্ত্রিক দল ওবায়দুল কবির মোহনের তারা, গণ অধিকার পরিষদ মোবারক
হোসেনের ট্রাক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ জোট মোঃ আমির হোসেন
ফরায়েজির ছড়ি, বাংলাদেশ মুসলিম লীগ মোঃ ইয়াসিন এর হাত পাঞ্জা, বাংলাদেশ
ইসলামী ফ্রন্ট মোঃ মাসুম বিল্লাহ মিয়াজির মোমবাতি ।
কুমিল্লা -৭(
চান্দিনা) বিএনপির রেদোয়ান আহমেদের ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের
মুফতি এহতেশামুল হক কাসেমীর হাতপাখা, উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম
(স্বতন্ত্র) কলস, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ জোট সজল কুমার করের
ছড়ি,
খেলাফত মজলিসের সোলাইমান খানের দেওয়াল ঘড়ি ।
কুমিল্লা
-৮(বরুড়া,) বিএনপির কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া
তাহের সুমনের ধানের শীষ, জামায়াতের সফিকুল আলম হেলালের দাড়িপাল্লা, জাতীয়
পার্টির এইচ এম
ইরফান লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ গোলাম
সাদেকের হাতপাখা, খেলাফত মজলিস মোঃ যুবায়ের হোসেন, ইসলামী ঐক্যজোট আবদুল
কাদেরের মিনার , জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন, বাংলাদেশ রিপাবলিকান
পার্টি মফিজ উদ্দিন আহমেদের হাতি , বাংলাদেশ সুপ্রিম পার্টি মোহাম্মদ গোলাম
মোর্শেদের একতারা, বাসদ মোঃ আলী আশরাফের মই।
কুমিল্লা -৯ (লাকসাম ও
মনোহরগঞ্জ) বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের ধানের শীষ, জামায়াতের
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সারোয়ার সিদ্দিকীর
দাড়িপাল্লা, ইসলামিক ফ্রন্ট কুমিল্লা জেলা সভাপতি আবু বকর সিদ্দিকের চেয়ার,
ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (স্বতন্ত্র), বিএনপির বিদ্রোহী সামিরা আজিম
দোলা (স্বতন্ত্র) ফুটবল , মোঃ আবুল কাশেম ( স্বতন্ত্র) হাঁস হয় বাংলাদেশ
সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ জোট মোঃ মিজানুর রহমানের ছড়ি , ইসলামী আন্দোলন
বাংলাদেশ সেলিম মাহমুদের হাতপাখা, জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামালের
লাঙ্গল ।
কুমিল্লা -১০(নাঙ্গলকোট ও লালমাই) জামায়াতের কেন্দ্রীয় ইসলামী
ছাত্রশিবির সাবেক সভাপতি ইয়াসিন আরাফাতের দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন মুফতি
শামসুদ্দোহার হাতপাখা , বাংলাদেশ কংগ্রেস হাসান আহমেদের ডাব, গন অধিকার
পরিষদ রমিজ বিন আরিফের ট্রাক, আমজনতার দল আব্দুল্লাহ আল নোমানের প্রজাপতি,
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ জোট কাজী নূর আলম সিদ্দিকীর ছড়ি ।
কুমিল্লা
-১১(চৌদ্দগ্রাম) বিএনপির কুমিল্লা বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হুদার ধানের শীষ, জামায়াতের
কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের
দাড়িপাল্লা, ইসলামী আন্দোলনের মহিউদ্দিন পাটোয়ারী শহীদের হাতপাখা ,
বাংলাদেশ গণফ্রন্টের এডভোকেট আলমগীর হোসেনের মাছ , জাতীয় পার্টির মোঃ মাইন
উদ্দিন লাঙ্গল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ জোট মোঃ ইউসুফ এর ছড়ি,
বাংলাদেশ কংগ্রেস আফম আব্দুর রহিম এর ডাব ।
কুমিল্লা জেলা প্রশাসক ও
রিটার্নিং কর্মকর্তা মোঃ রেজা হাসান বলেন, কুমিল্লা ১১ টি আসনের মধ্যে
নির্বাচনে প্রতিযোগিতা করছেন ২৫ টি দলের ৮০ জন প্রার্থী । ৮০ জন প্রার্থীর
মধ্যে ৭৬ জন তাদের নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচন করছেন । এর মধ্যে চারজন
স্বতন্ত্র প্রার্থী এবং একজন হাঁস-প্রতিক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র
প্রার্থী হিসেবে । আরেকজন প্রার্থী হাইকোর্ট থেকে রায় এনেছেন আমরা
যাচাই-বাছাই করছি ।