বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬
৯ মাঘ ১৪৩২
প্রতীক পেলেন কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থী
জহির শান্ত:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:৫৭ এএম আপডেট: ২২.০১.২০২৬ ১:২৪ এএম |


প্রতীক পেলেন কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থী

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৮০ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মু. রেজা হাসান। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ৭৬ জন এবং চারজন স্বতন্ত্র প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক পেলেন কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থী
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-১ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের মাধ্যমে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। পরে পর্যায়ক্রমে বাকি ১০টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়।
প্রতীক বরাদ্দকালে অধিকাংশ প্রার্থী নিজে উপস্থিত না থাকলেও তাদের প্রতিনিধিরা প্রতীক সংগ্রহ করেন। এ সময় নির্বাচন শেষে গেজেট প্রকাশ হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলার বিষয়ে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সতর্ক করা হয়।
প্রতীক পেলেন কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থী
প্রতীক বরাদ্দ শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন। আমরা সবাইকে সতর্ক করে দিয়েছে যেনো আচরণবিধি মেনে প্রচারণা চালানো হয়। না হয় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রতীক পেলেন কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থী
বিএনপির তিন‘বিদ্রোহী’ কে কোন প্রতীক পেলেন:
প্রতীক বরাদ্দের দিনেই কুমিল্লায় আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ক্ষুব্ধ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা
১১ টি আসনে প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
মঞ্জুরুল আহসান মুন্সীর ভোটের দুয়ার খুলল না
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার দেবিদ্বারে প্রার্থীতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল মুন্সীর রিট খারিজ
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২