কুমিল্লা-৪
(দেবিদ্বার) আসনে প্রার্থীতা বাতিল হওয়া বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান
মুন্সীর রিট খারিজ করে উচ্চ আদালত। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল
জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই
আদেশের ফলে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি আর নির্বাচন করতে পারবেন না
বলে জানিয়েছেন আইনজীবীরা ।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব আফম
তারেক মুন্সী দৈনিক বলেন, মনোনয়ন নেয়ার আগেই আমি মনজুরুল আহসান মুন্সি কে
বলেছিলাম । আপনি ঋন পরিশোধ করেছেন কিনা । তিনি আমাকে বলেছিলেন বাড়ি বিক্রি
করে ঋণ পরিশোধ করেছেন । এখন দেখছি উল্টো চিত্র ।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, এখনো সময় শেষ হয়ে যায় নি । আপিল বিভাগে আবেদন করার সুযোগ আছে।
