শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
১০ মাঘ ১৪৩২
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১২:৫৬ এএম আপডেট: ২৩.০১.২০২৬ ১:১৮ এএম |




 অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২  নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় আগ্নেয়াস্ত্র, গুলিসহ জেলা জজ আদালতের এক সহকারী সরকারি কৌঁসুলিকে (এজিপি) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরীর টমছমব্রিজ এলাকা থেকে প্রথমে আরিফুল ইসলাম (৩৬) নামের এক যুবককে পাঁচটি গুলি, একটি ছুরিসহ আটক করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যে এজিপি(আইনজীবী) কে আই এম মাসুদুল হক ওরফে মাসুমের (৫১) বাসা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম। 
অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ওসি সিরাজুল মোস্তফা। ওসি সিরাজুল মোস্তফা আরো জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 
ফাঁড়ি ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার টমছমব্রিজ এলাকা থেকে চেকপোস্ট চলাকালীন সময়ে আরিফুলকে পাঁচটি গুলি, একটি ছুরিসহ আটক করে পুলিশ সদস্যরা। পরে তার মুঠোফোন তল্লাশি করে গ্যালারিতে অস্ত্রের ছবি পাওয়া যায়। এসময় জিজ্ঞাসাবাদে জানান, মাসুদুল হকের বাসায় আছে আগ্নেয়াস্ত্রটি। তার দেওয়া তথ্যে নগরীর টমছমব্রীজ এলাকার ইবনে তাইমিয়া স্কুল সংলগ্ন বাসায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাসুদুল হকের বাসায় ওয়ার্ডরোব থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। সেখান  মাসুদুল ও আরিফুলকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
মাসুদুলের বিরুদ্ধে আগের কোন মামলা না থাকলেও আরিফুলের বিরুদ্ধে পূর্বে অস্ত্র ও ডাকাতি চেষ্টার মামলা রয়েছে বলে জানান এসআই সাইফুল ইসলাম। মাসুদুল কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর মুক্তার বাড়ির মৃত আবদুল মতিনের ছেলে। 
কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইমুল হক রিংকু বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তিনি বিষয়টি জেনেছি। মন্ত্রনালয়ে জানানো হয়েছে। রবিবার তার বিষয়ে কোন সিদ্ধান্ত আসতে পারে। আইনানুগ ভাবে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

জামায়াতের প্রতিবাদ:
কিছু গণমাধ্যমে এডভোকেট মাসুদুল হককে জামায়াতপন্থী আইনজীবী হিসেবে আখ্যায়িত করায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।
মহানগর জামায়াতের প্রচার সম্পাদক কামারুজ্জামান সোহেল এক বিবৃতিতে বলেন, “এডভোকেট মাসুদুল হকের জামায়াতের সঙ্গে কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই। তিনি জামায়াতের কোনো পর্যায়ের নেতা-কর্মী নন এবং রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত নন। এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
তিনি আরও বলেন, “ভুল তথ্য প্রকাশ করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা সংশ্লিষ্টদের সতর্ক করার পাশাপাশি এ ধরনের বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
রিট খারিজ, ভোটে অনিশ্চিত বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উনাকে আগেইবলেছিলাম, ঋণ পরিশোধ করেছেনকি না?’
১১ টি আসনে প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
প্রতীক পেলেন কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থী
বিএনপির বিদ্রোহী দুই স্বতন্ত্র প্রার্থী বহিস্কার
বিএনপির তিন‘বিদ্রোহী’ কে কোন প্রতীক পেলেন:
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২