মো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
কুমিল্লার
মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিন কাদের খাঁনের একটি
কুরুচিপূর্ণ কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায়
ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজ সরকারি কার্যালয়ে বসে একজন সাক্ষাৎ
প্রার্থীর সঙ্গে আলাপকালে অত্যন্ত আপত্তিকর ও অশালীন ভাষা ব্যবহারের এই
ঘটনাটি এখন স্থানীয়দের মাঝে প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।
ভিডিওতে
দেখা যায়, ওই পুলিশ কর্মকর্তা সাধারণ মানুষের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন
করছেন। কেবল সাধারণ মানুষই নয়, ভিডিওতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের
নিয়েও তাকে অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ এবং কুরুচিপূর্ণ মন্তব্য করতে শোনা যায়।
একজন দায়িত্বশীল পদে থেকে এবং সরকারি অফিসকে ব্যবহার করে এমন আচরণের
ভিডিওটি প্রকাশ্যে আসার পর পুলিশের শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিয়ে জনমনে
প্রশ্ন দেখা দিয়েছে।
সচেতন মহলের মতে, পুলিশের একজন প্রথম শ্রেণীর
কর্মকর্তার এমন কুরুচিপূর্ণ আচরণ পুরো বাহিনীর ভাবমূর্তিকে সংকটে ফেলেছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই মুরাদনগরসহ পুরো কুমিল্লা জেলায় সাধারণ
মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে
নেটিজেনরা অভিযুক্ত এই কর্মকর্তার দ্রুত অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির
দাবি জানাচ্ছেন।
বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ
মানুষের আস্থা পুনরুদ্ধারে অভিযুক্ত ইন্সপেক্টর আমিন কাদের খাঁনের বিরুদ্ধে
দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য
সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও সচেতন
নাগরিক সমাজ।
এ বিষয়ে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিন
কাদের খাঁনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন
(০১৩২০-১১৪২৫৭) বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে মুরাদনগর থানার
অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, বিষয়টি অফিসিয়াল নয়, কথার ফাকে
উত্তেজনাবশতঃ বলে ফেলেছে। বিষয়টি উধ্বর্তন কর্র্তৃপক্ষ দেখছেন।
