শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
১০ মাঘ ১৪৩২
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১২:৫৬ এএম আপডেট: ২৩.০১.২০২৬ ১:১৮ এএম |


 কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি  প্রচারণায় প্রার্থীরানিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার- প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বিভিন্ন স্থানে দোয়া- মোনাজাত, পথসভা ও কুশলাদি বিনিময়ের মধ্য দিয়ে বৃহষ্পতিবার ভোট চেয়েছেন তারা। লিফলেট বিতরণ, মাইকিং এবং ব্যানার টানিয়েও প্রচারণা শুরু করতে দেখা গেছে প্রার্থী ও সমর্থকদের।   
আনুষ্ঠানিক প্রচার- প্রচারণার প্রথম দিনে মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুমিল্লা-০১ (দাউদকান্দি- মেঘনা) আসনে নির্বাচনি প্রচার- প্রচারণা শুরু করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে তিনি মেঘনা উপজেলায় গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট চান। এসময় তাঁর সাথে ছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। প্রচারণায় গিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের ভালো চেয়েছি। আমি আপনাদের ভালোর জন্যই আবারো ভোট চাইতে এসেছি। আশা করি আপনারা আবারো ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়ী করবেন।   কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি  প্রচারণায় প্রার্থীরা

এদিকে বৃহস্পতিবার সকালে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে উপজেলার ৩ নং কালিকাপুর ইউনিয়নের ছুফুয়ায় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত প্রার্থী ও নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার আগে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন ছুফুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান সাধারণ ভোটারদের মাঝে। 
 কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি  প্রচারণায় প্রার্থীরাহাত মিলানো কৌশল বিনিময় সালাম বিনিময় মাধ্যমে তিনি ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে। শুনেন সাধারণ মানুষের বিভিন্ন প্রত্যাশার কথা। নির্বাচনি সমাবেশে ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে, বাংলাদেশ কি আবার চাঁদাবাজদের দুর্ণীতিবাজ, দখলবাজদের দখলে যাবে, নাকি নতুন বাংলাদেশের দিকে যাবে। 
এদিকে কুমিল্লা-০৬ (সদর- সদর দক্ষিণ) আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী সদর উপজেলা কালির বাজার অলিপুরে সমাহিত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাব সদস্য মোতালেবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেন। এই আসনে ১০ দলীয় জোটের জামায়াত ইসলামীর প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ রাজগঞ্জ এলাকায় প্রচারণার পাশাপাশি নির্বাচনি প্রচারণার অফিস উদ্বোধন করেন।  
কুমিল্লা-০৪ দেবিদ্বারে ১০ দলীয় জোট প্রার্থী হাসনিাত আবদুল্লাহর সমর্থনে প্রচারণা করেন তার সমর্থকরা। কুমিল্লা-০৮ বরুরা আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ড. শফিকুল আলম হেলাল গালিমপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। কুমিল্লা-০৯ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম, বিএনপির বিদ্রোহী প্রার্থী সামিরা আজিম দোলা তাদের নির্বাচনি প্রচারণা শুরু করেন। 
এছাড়া প্রতিটি আসনেই প্রার্থীরা তাদের নিজ উদ্যোগে বা সমর্থকদের মাধ্যমে প্রচারণা চালিয়েছেন দিনভর। শুরুর দিন সব জায়গায় মাইকিংয়ের আধিক্য কম দেখা গিয়েছে। সব জায়গাতেই প্রার্থীদের বাড়ি বাড়ি বা রাস্তায় হাট বাজারে প্রচারণা চালাতে দেখা গেছে। 
এদিকে প্রচার-প্রচারণার শুরুর দিনে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে জামায়াত ইসলামীর র্প্রাথীর বলির্বোডে নয়িম বহর্ভিূত ছবি থাকায় র্প্রাথীর পক্ষে জাহাঙ্গীর নামে একজনকে ১০ হাজার টাকা জরমিানা করা হয়ছেে । ভ্রাম্যমান আদালতরে বচিারক শাহীন আক্তার শফিা এই জরমিানা করনে। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
রিট খারিজ, ভোটে অনিশ্চিত বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উনাকে আগেইবলেছিলাম, ঋণ পরিশোধ করেছেনকি না?’
১১ টি আসনে প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
প্রতীক পেলেন কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থী
বিএনপির বিদ্রোহী দুই স্বতন্ত্র প্রার্থী বহিস্কার
বিএনপির তিন‘বিদ্রোহী’ কে কোন প্রতীক পেলেন:
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২