নিজস্ব
প্রতিবেদক: প্রচারণার প্রথম দিনেই কুমিল্লার হোমনায় বিএনপি মনোনীত
প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত
হয়েছে। এ সময় বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী এম এ মতিনের গাড়িসহ
অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। আহতদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
এ চিকিৎসা দেয়া হচ্ছে। কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনে বিএনপি মনোনীত
প্রার্থী দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে হোমনা উপজেলার শ্রীমদ্দি ব্রিজের কাছে এ
ঘটনা ঘটে।
বিদ্রোহী প্রার্থী এম এ মতিনের সমর্থক তিতাস উপজেলা বিএনপির
সাবেক সভাপতি মনিরুল হক তপন ভুইয়া জানান, আমরা প্রচারণার প্রথম দিনে হোমনা
শ্রীমদ্দি যাচ্ছিলাম। যাবার পথেই আমাদেরকে আক্রমণ করা হয়। ধারালো অস্ত্র ও
ইট পাটকেল নিক্ষেপে গাড়ি ভাঙচুর করা হয়, আমাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত
হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। বহরের সামনে থাকা দুইটি গাড়ি একেবারে গুঁড়িয়ে
দেয়া হয়েছে। এছাড়াও হামলাকারীদের ছোঁড়া দুটি ইটের আঘাত স্বতন্ত্র প্রার্থী
এম এ মতিনের বুকে এসে লেগেছে।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকরা এই হামলা চালিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে জানতে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মোবাইল নম্বরে কল করে পাওয়া যায়নি।
হোমনা
থানার ওসি মোরশেদুল ইসলাম জানান, দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণ করা হয়েছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে।
