কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তদের হামলায় মা ও মেয়ে
গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে । গতকাল রবিবার (১৮ জানুয়ারি) সকালে
উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নিলুফা
আক্তার ও তার মেয়ে জান্নাতিন আলফা। ঘটনার পর এলাকাবাসীর সহায়তায় তাদের
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা
সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত নিলুফা আক্তারের স্বামী সারফিন
সরকার ব্রাহ্মণপাড়া থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের
করেছেন।
থানায় অভিযোগ ও সারফিন সরকার জানায়, মাধবপুর ইউনিয়নের ষাইটশালা
গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত জাহের মিয়ার
ছেলে হুমায়ুন কবির গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ সংক্রান্ত একটি
মামলা কুমিল্লা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
ঘটনার দিন রবিবার সকালে
হুমায়ুন কবির, তার ভাই মো. নাজমুল, দিদার আলমের ছেলে সাইফুল ইসলামসহ অজ্ঞাত
আরও ৩-৪ জন সারফিন সরকারের পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণের
চেষ্টা করে। এ সময় নিলুফা আক্তার বাধা দিলে হামলাকারীরা লোহার রড, কাঠের
রোল ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
তার
চিৎকার শুনে মেয়ে জান্নাতিন আলফা এগিয়ে এলে তাকেও মারধর করে মারাত্মক জখম
করা হয়। হামলার একপর্যায়ে হামলাকারীরা জান্নাতিন আলফার ব্যবহৃত মোবাইল ফোন ও
স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। সারফিন সরকার আরও জানান, তার কোনো ছেলে না
থাকায় হামলাকারীরা সুযোগ নিয়ে বিভিন্ন সময় তার পৈত্রিক সম্পত্তি দখলের
চেষ্টা চালিয়ে আসছে।
এ বিষয়ে সারফিন সরকার আরো বলেন, ব্রাহ্মণপাড়া থানায়
লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। আশা করি পুলিশ তদন্ত মাধ্যমে আইনগত
ব্যবস্থা গ্রহণ করবে।
