
কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়া এলাকা থেকে জয় চক্রবর্তী (৩৩) নামের এক যুবক গত ১৬ জানুয়ারি শুক্রবার সকাল ৮টায় নিখোঁজ হয়েছেন। পরিবারের সঙ্গে সামান্য মতবিরোধের পর মোবাইল ফোন ঘরে রেখেই তিনি বাড়ি থেকে বের হয়ে যান। তিন দিন পেরিয়ে গেলেও এখনো ফিরেননি বলে জানিয়েছে পরিবার ।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জয় চক্রবর্তীর গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট, নীল রঙের গেঞ্জি ও কালো জ্যাকেট। পরিবারের সকল সদস্য, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেছেন; তবে এখনও তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে, যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি জয় চক্রবর্তীকে কোথাও দেখতে পান অথবা তার সম্পর্কে কোনো তথ্য থাকে তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করবেন ০১৬৭৪-৯৪৩২৮৬। পরিবারের লোকজন দ্রুত তাকে খুঁজে পেয়ে নিরাপদে ফেরত আনার জন্য জনসাধারণের সহায়তা কামনা করছেন। উক্ত ঘটনায় কুমিল্লা কোতয়ালি থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে যার নাম্বার: ১১৪৫, তারিখ: ১৭ জানুয়ারী ২০২৬ইং।