সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
৬ মাঘ ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:৫৪ এএম |


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় সূর্যমুখী, রজনীগন্ধা, কৃষ্ণচূড়া ও অপরাজিতা—এই চারটি হাউসের অধীনে ছোট, মধ্যম ও বড় তিনটি গ্রুপে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ৫৮টি ইভেন্টে অংশগ্রহণ করে। উদ্বোধনী পর্বে চারটি হাউসের পাশাপাশি স্কাউট ও ব্যান্ড দল শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শিত হয়৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক লায়ন মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল আকবর, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবদুল আজিজ, চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস ভূইয়া, খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. আবু কাউসার এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. মাজেদুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে সমাজসেবক আলী নোয়াব সরদার, জাহাঙ্গীর আলম সরদার, তরুণ সমাজসেবক গাজী সাইদুল ইসলাম এমরানসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি লায়ন মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গফুর- মোবাশ্বের দুই জনই বাদ পড়লেন
কুমিল্লার ২ আসনে প্রার্থী শূন্য বিএনপি
কুমিল্লায় যুবক জয় চক্রবর্তী নিখোঁজ উদ্বিগ্নপরিবার
জাকারিয়া তাহের সুমনের সঙ্গে বাংলাদেশ তরিকত ফেডারেশনের কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সাক্ষাৎ
সংস্কারে ধীরগতির কারণে চরম ভোগান্তিতে লাখো মানুষ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনির চৌধুরী-হাজী ইয়াছিন বৈঠক
কুমিল্লার তিন হেভিওয়েট প্রার্থীর আপিল শুনানি আজ
আপিল শুনানিতে মুন্সীর প্রার্থিতা বাতিল
দৈনিক কুমিল্লার ডাকের নতুন কার্যালয়ের উদ্বোধন: সত্য ও নৈতিকতার পথে এক নতুন যাত্রা
কুমিল্লায় যুবক জয় চক্রবর্তী নিখোঁজ উদ্বিগ্ন পরিবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২