জাতীয়
সংসদ নির্বাচনের দিনে অনুষ্ঠিতব্য গণভোটে ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরে
বুড়িচং উপজেলার ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা
নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হোসেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর পশ্চিমপাড়া হযরত
শাহসূফী ফকির আব্দুস সালাম (রহ.) মাজার, মসজিদ ও খানকা শরীফ প্রাঙ্গণে
আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং গাউছিয়া ইসলামিক মিশন ও আনন্দ সমাজ
উন্নয়ন সংস্থার সহযোগিতায় আয়োজিত এতিম, বয়স্ক ও অসহায় শীতার্ত মানুষের মাঝে
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও
তানভীর হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সরকার দুটি গুরুত্বপূর্ণ ভোটের
আয়োজন করেছে। একটি জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য, অন্যটি গণভোটের জন্য।
গণভোটের মাধ্যমে সরকার জনগণের মতামত জানতে চাচ্ছে। ভোটাররা দুটি ব্যালট
পাবেন-একটি সংসদ নির্বাচনের জন্য, অপরটি গণভোটের জন্য।
তিনি বলেন,
গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’ ও ‘না’-এই দুটি অপশন থাকবে, যা কোনো প্রার্থীর
পক্ষে নয়। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের ভাগ্য পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে, আর
‘না’ ভোট দিলে সেই সুযোগ তৈরি হবে না। সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ভোটারের
হাতে। গণভোটই দেশের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি।
অনুষ্ঠানে আলোকিত যুব
উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র
সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সভাপতিত্বে এবং
বাংলাদেশ সুপ্রিম কোর্ট(হাইকোর্ট) ও কুমিল্লা জজ কোর্টের তরুণ আইনজীবী
অ্যাডভোকেট মোহাম্মদ জাফর আলীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন
কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল
হোসেন এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কাজী মো. খোরশেদ আলম।
এছাড়াও
বক্তব্য রাখেন আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুলের অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর
রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ
প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.
বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জালাল উদ্দিন
খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
