কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মুরাদনগর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের দপ্তর সম্পাদক ও আইন বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থী ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সংগঠনের সাবেক শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নাসির উদ্দিন, সোনালী ব্যাংক পিএলসি কোম্পানীগঞ্জ শাখারম্যানেজারসফুর উদ্দিন ভুইঁয়া, এনসিসি ব্যাংক পিএলসি কর্মকতা তনয় সাহা, বিশিষ্ট ব্যবসায়ীরবিউল আওয়াল টিপু, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজেরশিক্ষক হাসান আল মামুন, ৪৫তম বিসিএস (প্রশাসন) সুপারিশপ্রাপ্ত মো. রাকিব হোসেন।
সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আজকের এই আনন্দঘন নবীনবরণ ও মিলনমেলায় ১ম থেকে ১৯তম ব্যাচের ভাই-বোনদেরকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের এই অরাজনৈতিক সংগঠনের মূল লক্ষ্য হলো পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখা এবং মুরাদনগরের শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা। আজ নবীনদের বরণ করে নেওয়ার মাধ্যমে আমাদের এই বন্ধন আরও সুদৃঢ় হলো। আগামী দিনেও আমরা শিক্ষা, সামাজিক ও মানবিক কার্যক্রমে আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ।
সভাপতি মোঃ সাইদুল হাসান বলেন, প্রথমে মহান স্রষ্টার প্রতি শুকরিয়া। নবীন - প্রবীণ শিক্ষার্থীদের এই মিলনমেলায় অংশগ্রহণ করতে পেয়েছি বলে বেশ আনন্দিত। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলছি-লক্ষ্য স্থির, দক্ষতা উন্নয়ন, সময় ব্যবস্থাপনা ও একাডেমিক পড়াশোনার ব্যাপারে সচেতন হয়ে সৎ ও যোগ্য মানুষ হবে। আজকের আয়োজনকে সফল করতে যারা অর্থ, শ্রম ও মেধা দিয়ে সহযোগিতা করেছেন আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞ। আমাদের এই পরিবারের বন্ধন সবসময় অটুট থাকুক। সকলের জন্য অশেষ শুভকামনা রইল।
