কুমিল্লা
ক্যান্টনমেন্ট এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে একটি মোটরসাইকেল
ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির নাম
মায়ের দোয়া মটরস।
জানা যায়, কুমিল্লা ক্যান্টনমেন্টের আমতলী মসজিদের
পশ্চিম পাশে অবস্থিত মায়ের দোয়া মটরসে গত ১৬ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টা
১৫ মিনিটে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং দোকানের ভেতরে থাকা বিভিন্ন
যন্ত্রাংশ, মোটরসাইকেলের পার্টসসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়।
এই
ক্ষতির ধাক্কা সামলাতে না কাটতেই পরদিন ১৭ জানুয়ারি রাতে আনুমানিক ৯টা ৪৫
মিনিটে একই প্রতিষ্ঠানে পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্বিতীয় দফার আগুনে
অবশিষ্ট যন্ত্রাংশ ও মোটরসাইকেলের পার্টসও সম্পূর্ণভাবে পুড়ে যায়।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা আবারও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে
আনেন।
মায়ের দোয়া মটরসের স্বত্বাধিকারী মোঃ ইমন হোসেন জানান, প্রথম
অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরবর্তী অগ্নিকাণ্ডে আরও ১৫
লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে দুই দফা অগ্নিকাণ্ডে তার প্রতিষ্ঠানের
প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
