প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১:৫৯ পিএম |

আসন্ন ২০২৬ সালের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় মাওলানা কাইয়ুমের সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মাস্টার এম এম মফিজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ হোসেন মোল্লা, সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্য আবু তাহের মোল্লা, উপজেলা যুব আন্দোলনের সভাপতি এম এম সোয়াইন ও সহ-সভাপতি সাইফুল ইসলামসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, “মুরাদনগরের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে ইনসাফ কায়েমের লক্ষ্যেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। দীর্ঘদিনের অবহেলিত এই জনপদে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে হাতপাখা প্রতীকের বিকল্প নেই।” তিনি আরও যোগ করেন, “জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগের সঠিক পরিবেশ পায়, তবে ইনশাআল্লাহ মুরাদনগরে হাতপাখার বড় বিজয় হবে।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুরাদনগর উপজেলার হেভিওয়েট প্রার্থীদের ভিড়ে কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল কাইয়ুমের অংশগ্রহণ নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে হাতপাখার ব্যাপক সাংগঠনিক তৎপরতা এবং ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে তিনি সাধারণ ভোটারদের মধ্যে আলাদা আলোচনার জন্ম দিয়েছেন।
এদিকে মনোনয়নপত্র দাখিল উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা সদরে জড়ো হন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়।