ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে সামনে রেখে কুমিল্লায় শুরু হচ্ছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের কার্যক্রম। ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বেলা ১১টার দিকে টাউন হল মাঠে গিয়ে দেখা যায়, আয়োজকরা উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। মাঠজুড়ে চলছে সাজসজ্জা ও প্রযুক্তিগত প্রস্তুতি।
জানা গেছে, খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ভোটের গাড়ি’ কার্যক্রমের উদ্বোধন করবেন। এসময় কুমিল্লার জেলা প্রশাসকসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন ২০২৫-২৬’-এর আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রস্তুতকৃত এলইডি ক্যারাভান বা ভোটের গাড়ির মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে।
“ভোটের চাবি আপনার হাতে” এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত সুপার ক্যারাভান কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়া, গণতন্ত্র এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
