
কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নাগঝাটিয়া গ্রামে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও খিচুড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক, ডাকসুর সাবেক সদস্য ও বিজিএমইএর পরিচালক ড. রশিদ আহমদ হোসাইনীর নির্দেশনায় এই দোয়া ও খিচুড়ি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনার মাধ্যমে মরহুমার রুহের শান্তি ও মাগফেরাত কামনা করা হয়। পরে স্থানীয় মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবদল নেতা রুবেল মজুমদার, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা কাউসার আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ ও তাঁর রুহের মাগফেরাত কামনায় এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।