বশিরুল ইসলাম :
কুমিল্লায়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী সমন্বয়ককে কুপ্রস্তাব দেওয়ার
অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি)
রাত সাড়ে ৭টার দিকে নগরীর টাউনহল মাঠে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত
উক্ত ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
আটক যুবকের নাম আজহারুল ইসলাম আজহার (২৬)। তিনি চাঁদপুর জেলার কচুয়া
উপজেলার আকানিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক জান্নাতুল জান্নাত
বলেন, সন্ধ্যার দিকে তিনি টাউনহল মাঠে ফুচকা খেতে যান। এ সময় এক যুবক তাকে
উদ্দেশ্য করে প্রথমে শিস দেয়। পরে কাছে এসে কানে কানে আপত্তিকর ভাষায়
‘হোটেলে যাবেন কি না’ বলে কুপ্রস্তাব দেয়। বিষয়টি শুনে তিনি প্রতিবাদ করেন
এবং ক্ষুব্ধ হয়ে পায়ে থাকা স্যান্ডেল দিয়ে যুবককে প্রতিহত করেন।
তিনি
আরও জানান, সঙ্গে সঙ্গে বিষয়টি তার সহকর্মীদের জানানো হলে তারা ঘটনাস্থলে
ছুটে আসেন। এ সময় মাঠে উপস্থিত সাধারণ লোকজনও এগিয়ে এসে অভিযুক্ত যুবককে
আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে কান্দিরপাড় পুলিশ
ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) রাকিবুল ইসলাম বলেন, তিনি বর্তমানে ডিবি
কার্যালয়ে রয়েছেন। টাউনহল মাঠে কুপ্রস্তাবের ঘটনায় একজন যুবক আটক আছে এমন
সংবাদ তিনি পেয়েছেন। ফাঁড়িতে গিয়ে বিস্তারিত জানার পর প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা সম্পর্কে জানানো হবে।
