নিজস্ব
প্রতিবেদক : বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা
হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ‘নাগরিক সমাজ’ আয়োজিত এ শোকসভা শুক্রবার
অনুষ্ঠিত হবে; শুরু হবে বেলা আড়াইটায়। বহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ
ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে অধ্যাপক মাহবুব উল্লাহ এসব
তথ্য দেন।
তিনি বলেন, শোকসভাটি রাজনৈতিক দলভিত্তিক নয়। তবে এটাও ঠিক
দার্শনিকভাবে বলতে গেলে মানুষের প্রতিটি কাজই রাজনীতির সঙ্গে কোনো না
কোনোভাবে যুক্ত। সেই হিসেবে এ আয়োজন রাজনৈতিকও বটে, আবার অরাজনৈতিকও।
‘‘কোনো
রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। বিভিন্ন পেশার শীর্ষ
ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি,
চিকিৎসক, শিক্ষক ও অন্য পেশাজীবীরা বক্তব্য দেবেন। তবে রাজনৈতিক দলগুলোকে
অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা দর্শকসারিতে থাকবেন।”
মাহবুব
উল্লাহ বলেন, খালেদা জিয়ার মৃত্যুর পর বিপুলসংখ্যক মানুষ তার প্রতি শোক ও
শ্রদ্ধা প্রকাশ করছেন। সেজন্য নাগরিক সমাজের পক্ষ থেকে এ আয়োজন।
সংবাদ
সম্মেলনে জানানো হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার
পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা উপস্থিত থাকবেন।
শোকসভায়
সব পেশাজীবীদের প্রতিনিধিসহ কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা রয়েছেন আমন্ত্রিত
অতিথিদের তালিকায়। বেলা সাড়ে ১২টার দিকে অনুষ্ঠানস্থলের প্রবেশপথ খুলে
দেওয়া হবে বলে জানান আয়োজকরা।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত ৩০
ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির চেয়ারপারসন সাবেক
প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরদিন শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি
জিয়াউর রহমানের কবরের পাশে তাকে কবর দেওয়া হয়।
আয়োজকরা জানান, শোকসভায়
সেলফি তোলা যাবে না। দাঁড়িয়ে থাকা যাবে না। আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ
নিষিদ্ধ। অতিথিদের কেউ আমন্ত্রণপত্র আনতে ভুলে গেলে তার জন্য বিকল্প
প্রবেশপত্র থাকবে।
