ইসমাইল
নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদরের পূর্বপাড়া এলাকার আল আমিনের মেয়ে
ওয়াছানাত আক্তার (৪ বছর) নামে শিশু গরম পানিতে পড়ে গতকাল শুক্রবার (১৬
জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা
যায়।
পারিবারিক সুত্রে জানাযায়, ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের জসিম উদ্দিন
এর ছেলে আল আমিন গত ৫ মাস পূর্বে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতো।গত ১৫
জানুয়ারি সকালে গোসল করার জন্য ওয়াছানাতের মা পানি গরম করে। সে ফুটন্ত গরম
পানি অসাবধানতাবশত ওয়াছেনাত খেলার ছলে তার সমস্ত শরীরে ফেলে দেয়। এ সময় তার
চিৎকারে মা ও পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
সেখানে ওয়াছেনাত বার্ণ ইউনিটে একদিন চিকিৎসারত অবস্থায় সে মারা যায়। ঢাকা
মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক জানান উক্ত শিশুটির শরীরের ৭০% অংশ গরম
পানি পড়ে জলসে যায় তার অবস্থা আশঙ্কা জনক ছিল। ওয়াছেনাত আক্তার চিকিৎসার
একদিন পর মারা যায়।
এ দিকে তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় সুখের ছায়া নেমে আসে।
