শনিবার ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২
প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১২:৫৮ এএম আপডেট: ১৭.০১.২০২৬ ১:২৯ এএম |



 প্রার্থিতা ফিরে  পেলেন আরও  ১৮ জনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির সপ্তম দিনে আরও ১৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে সাত দিনে ৩৫৩ জন আপিলকারী প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর বাছাই বৈধ হওয়া দুজনের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল হয়েছে।
শুক্রবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি চলে।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, শুক্রবার ৪৩টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৮টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে এবং ১৭টি আপিল আবেদন না-মঞ্জুর হয়েছে।
কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে চারটি আপিল না-মঞ্জুর করেছে। চারটি আপিল আবেদনের বিষয়ে সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছে।
৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১৮৪২ জন। তাদের মধ্যে দুজন আপিলে বাদ পড়েছেন। শনিবার থেকে শুক্রবার–এই সাত দিনে আপিল ৩৫৩ জন প্রার্থিতা ফিরে পাওয়ায় এখন পযন্ত বৈধ প্রার্থী দাঁড়াল ২ হাজার ১৯৩ জন।
এবার মোট ৬৪৫ জন আপিল করেছেন। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত তাদের আপিল শুনানি চলবে।
শনিবার ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি শেষে ২০ জানুয়ারি পযন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। এরপর চূড়ান্ত হবে–কতজন প্রার্থী ভোটে থাকবেন।
২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতীক পাবেন। ভোট হবে ১২ ফেব্রুয়ারি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার একই পরিবারের তিনজনের প্রাণহানী
নাঙ্গলকোটে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ২
আমরা মিলে গেছি, কারো বিরুদ্ধে কথা বলে লাভ নাই : মনির চৌধুরী
ব্রাহ্মণপাড়ায় গরম পানিতে পড়ে শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা সোহাগ মেম্বার গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রার্থিতা ফিরে ফেলেন সামিরা আজিম দোলাসহ কুমিল্লার আরও দুই প্রার্থী
কুমিল্লায় বিএনপির বিদ্রোহ প্রশমনে তারেক রহমানের হস্তক্ষেপ
২৫৩ আসনে ১১ দলীয় জোটের ৮ দলের প্রার্থী ঘোষণা
কর্মসংস্থানের মাধ্যমে কুমিল্লাকে এগিয়ে নিতে চাই- দ্বীন মোহাম্মাদ
দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২