আগামী
নির্বাচনে জনগণ জুলুমবাজ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ভোট দিবে বলে মন্তব্য
করে জামায়াতের কুমিল্লা জেলা দক্ষিণের আমীর এডভোকেট মো: শাহজাহান বলেছেন,
একভাগে দুর্নীতি, চাঁদাবাজি, হত্যা, রাহাজানি, জুলুম, অত্যাচার এবং
ফ্যাসিবাদী স্বৈরশাসনের আস্ফালন, জুলুমবাজির মহড়া। আর ২৪ এর গণঅভ্যুত্থানে
১৪'শ লোক শহীদ হয়ে, ৩০ হাজার লোক আহত বিকলাঙ্গ হয়ে সারা বাংলাদেশের মানুষকে
জাগিয়ে তুলে যে ফ্যাসিবাদের বিদায় দিয়েছে সেই তরুন প্রজন্মের আকাঙ্খায়
বাংলাদেশ একশো বছরের সংস্কারের যে প্রস্তাব এই সংস্কারের বিরুদ্ধে না ভোটের
দল। যারা অতীতের সেই বস্তাপঁচা রাজনীতিকে ধারণ করে আবার ক্ষমতায় আসতে চায়।
এরা একটা দল। আরেকটা গ্রুপ আছে, যারা ২৪ এর তরুন প্রজন্মের যে পরিবর্তন,
নতুন বাংলাদেশের স্বপ্ন সেটাকে লালন করে। তারা এদেশে ইসলাম, ইসলামী সমমনা,
ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত, আল্লাহর আইন এবং কোরআনের পক্ষে এক বিশাল
শক্তি। তারা বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা,
সমাজে অন্যায় এবং অত্যাচারের বিদায় এবং তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব
সংরক্ষণে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক বিদ্রোহী আছে। সেই দল সেই
গোষ্ঠীটা হচ্ছে আরেক গোষ্ঠী। যারা এই দেশমাতৃকার স্বাধীনতাকে ভারতের
আধিপত্য এবং তাবেদারী থেকে মুক্ত রাখতে চায়, যারা মুচলেখা দিয়ে বাংলাদেশ
চালাতে চায় না। তাহলে এই দুই ভাগের মধ্যে আপনি আমি কোন ভাগে থাকবো এটা আমার
বিবেক দিয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হবে।
তিনি মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর কেন্দ্রের দাঁড়িপাল্লার উঠান বৈঠকে এসব কথা বলেন।
শ্রীপুর
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব
বিভাগের সাধারণ সম্পাদক মো: ইকবাল মজুমদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,
গোমতী হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর ডা: মজিবুর রহমান, কুমিল্লা মহানগর
ছাত্রশিবির এর সাবেক প্রচার সম্পাদক মো: মনির হোসাইন, শ্রীপুর ইউনিয়ন
জামায়াত আমীর মাও: আবদুল হাকিম, গোপালনগর উত্তর পাড়া জামায়াতের ইউনিট
সভাপতি ডা: হারুনুর রশীদ, নাছির উদ্দিন ডিলার, ব্যাবসায়ী আবুল কালাম, আবদুর
ছাত্তার।
গোপালনগর উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বৈঠকে
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাও: আবদুল্লাহ আল মনসুর, আবু সাইয়্যিদ,
ওবায়দুল হক, মাও: আবু ইউসুফ প্রমুখ।
