
কৃষি
জমির মাটি রক্ষায় এবার ইটভাটায় অভিযান চালিয়েছে কুমিল্লা সদর দক্ষিণ
উপজেলা প্রশাসন। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা পরিবেশ
অধিদপ্তরের উদ্যোগে উক্ত অভিযান চালানো হয়। মহামান্য হাইকোর্টের আদেশ
অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহের ঘটনায় অভিযান চালিয়ে তিন
ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। অভিযানকালে
নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায় এগুলো উচ্ছেদ করা হয়। এসময় কুমিল্লা
জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়,
সোমবার বেলা ১১.৩০ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত আবাদযোগ্য কৃষিজমির
মাটি সংগ্রহের ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বিজয়পুর
বাজার সংলগ্ন আব্দুল আজিজ ব্রিকসকে ৪ লাখ টাকা ও জোড়কানন (পশ্চিম)
ইউনিয়নের সুয়াগঞ্জ বাজার সংলগ্ন কেসিএল ব্রিকসকে ২ লাখ টাকা ও চৌধুরী
ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। অভিযানকালে নিষিদ্ধ এলাকায়
ইটভাটা স্থাপন করায় এগুলো উচ্ছেদ করা হয়। এসময় কুমিল্লা জেলা পরিবেশ
অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম, পরিদর্শক জোবায়ের হোসেন,
হিসাব রক্ষক তোফায়েল আহমদ মজুমদারসহ সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীর
সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের আওতাধীন
এলাকায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে
জানা গেছে।
