বুধবার ১৪ জানুয়ারি ২০২৬
১ মাঘ ১৪৩২
হোমনায় দুই শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
এমএ কাশেম ভূঁইয়া-হোমনা
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:৪০ এএম |


কুমিল্লার হোমনায় দুই শতাধিক পরিবারের মাঝে প্রবাসী উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ্ আলী (সিআইপি)'র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৩ জানুয়ারী মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথকান্দি গ্রামে ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ্ আলী (সিআইপি)'র বাসভবনে তাঁর পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছয়ফুল্লাকান্দি গ্রামের সমাজ সেবক কাজী ছালাউদ্দিন শাজাহান, অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম (শহীদ), বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাইনুদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির হোসেন, মোঃ মহিউদ্দিন, প্রবীণ সমাজ সেবক হাজ্বী শহিদ ভূঁইয়া মেম্বার, মোঃ শাহজাহান সাজু মেম্বার, মোঃ রবিউল ইসলাম, মোঃ নাছির উদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন, জয় বাদশা, মোঃ আশেক আলী, মোঃ মনির, মোঃ কাজল, মোঃ কামাল হোসেন প্রমুখ।
জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সারুহ গাল্ফ গ্রুপ অব কোম্পানীর সি.ই.ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ্ আলী গত সপ্তাহে বাংলাদেশে এসে গ্রামের মানুষের দুঃখ-দুর্দশার খোঁজ-খবর নেন এবং অনেককে আর্থিক সাহায্য করেন।
পরে গ্রামের প্রবীন ও নবীন সমাজ সেবকদের সাথে পরামর্শ করে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে উন্নত মানের কম্বল বিতরণ করেন। এর আগেও তিনি অত্র ইউনিয়নের বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও এতিমখানা নগদ অর্থ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে আসছেন।
দেশে ও বিদেশে তিনি উদ্যোক্তা হিসেবে বেশ সুনাম অর্জন করেন এবং বিদেশের মাটি থেকে তাঁর গ্রুপ অব কোম্পানীতে প্রায় দুই শতাধিক বাংলাদেশী শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এবং তাঁর কোম্পানীর উপার্জিত অর্থ বৈধ উপায়ে দেশে পাঠিয়ে গত ২০২৫ সালে দেশের ব্যবসায়িক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে (সিআইপি) খেতাব অর্জন করেন। তিনি আজনম মানুষের কল্যাণে কাজ করে যেতে চান বলে জানান। তিনি বলেন, "জীবনে বহু কষ্ট করে আজকের এই সাফল্য পেয়েছি, তাই অসহায় মানুষের দুঃখ-কষ্ট, নিজের মতই মনে হয়। তাই সাধ্য থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবা করতে চাই।"













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নিখোঁজের ১২দিন পর কচুরিপানায় মিললো অটোচালকের লাশ
‘আমার আব্বুরে মাইরা ফালাইছে’
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অব্যাহতির সুপারিশ, দুই শিক্ষককে সতর্কবার্তা
কুমিল্লায় প্রার্থীতা ফিরে পেলেন আরো চারজন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা
গরু ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে পিতাকে পিটিয়ে হত্যা
ওমরা পালনে সৌদি আরব গেছেন বিএনপির প্রার্থী জসিম উদ্দিন
দেবিদ্বারে বিএনপির প্রার্থীসহ পাঁচ নেতার হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা চেয়ে খুদে বার্তা
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের পায়তারা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২