বুধবার ১৪ জানুয়ারি ২০২৬
১ মাঘ ১৪৩২
দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান ছিল স্মরণীয় -ড. মোশাররফ
আলমগীর হোসেন,দাউদকান্দি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:৪০ এএম |



বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান ছিল স্মরণীয়। তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন। দেশ ও জনগণের স্বার্থরক্ষায় তিনি ছিলেন অতন্ত্র প্রহরী ও সর্বদা আপসহীন।
দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি জনগণের সমর্থন নিয়ে তাঁর স্বপ্ন ‘নতুন প্ল্যানে’ আগামী দিনে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে দাউদকান্দি উপজেলার শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে ড.খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন,বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে দীর্ঘ সময় রাজনৈতিক পথচলার অভিজ্ঞতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বর্ষীয়ান নেতা ড.মোশাররফ। তিনি বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ,ধৈর্য্য ও সততাকে আমাদের- বিশেষ করে এই প্রজন্মের নেতাকর্মীদের গভীরভাবে অনুধাবন করতে হবে,অনুসরণ করতে হবে।
ড.মোশাররফ হোসেন বলেন,গণতন্ত্র ও জনগণের স্বার্থের বাইরে বেগম জিয়া কখনও আপস করেননি। তাঁকে ভিন্ন কিছু ভাবতেও দেখিনি। তাঁর দেশপ্রেম ও দূরদর্শী ভাবনা ছিল সূদুরপ্রসারী। তাঁকে খুব কাছ থেকে এইসব দেখে আশ্চর্য হয়েছি, মুগ্ধ ও বিমোহিত  হয়েছি। তিনি ছিলেন একজন নির্লোভ, নির্মোহ, অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন নেত্রী। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়। তিনি দেশের আপামর  জনগণের নেত্রী। তাঁর আদর্শ ও দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞা সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
ড. মোশাররফ হোসেন আরো বলেন,শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যে উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিকে আরও শক্তিশালী করতে ড.খন্দকার মোশাররফ দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, মহান আল্লাহ বেগম খালেদা জিয়ার রুহকে বেহেশতের মেহমান হিসাবে কবুল করুন, আমিন।
দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন. বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।ড. মারুফ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। এই নক্ষত্রের আলোয় আলোকিত হয়েছে গোটা বাংলাদেশ। তিনি ছিলেন বিএনপির রাজনীতির অভিভাবক ও শিক্ষক। বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করেই বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান আগামীর গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।
এই সময় উপস্থিত ছিলেন, বিএনপির প্রবীণ নেতা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সওগাত চৌধুরী পিটার, সদস্য সচিব কাউসার আলম সরকার,
সাবেক কেন্দ্রীয় যুবদলের গনশিক্ষা বিষয়ক সম্পাদক মামুন হোসেন ভুঁইয়া,কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহবায়ক মো. আসিফ কবির,পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার প্রমুখ।
এসময় মিলাদ,মাহফিলে দাউদকান্দি উপজেলার পৌর সদর ও ১৫টি ইউনিয়নে নেতাকর্মী ও অঙ্গ এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নিখোঁজের ১২দিন পর কচুরিপানায় মিললো অটোচালকের লাশ
‘আমার আব্বুরে মাইরা ফালাইছে’
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অব্যাহতির সুপারিশ, দুই শিক্ষককে সতর্কবার্তা
কুমিল্লায় প্রার্থীতা ফিরে পেলেন আরো চারজন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা
গরু ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে পিতাকে পিটিয়ে হত্যা
ওমরা পালনে সৌদি আরব গেছেন বিএনপির প্রার্থী জসিম উদ্দিন
দেবিদ্বারে বিএনপির প্রার্থীসহ পাঁচ নেতার হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা চেয়ে খুদে বার্তা
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের পায়তারা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২