
কুমিল্লা-৪
(দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার
মঞ্জুরুল আহসান মুন্সীসহ কুমিল্লা উত্তর জেলা বিএনপির অন্তত পাঁচ নেতার
হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে প্রতারণার ফাঁদ পেতেছে একটি সংঘবদ্ধ প্রতারক
চক্র। হ্যাক হওয়া নম্বরগুলো ব্যবহার করে আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও
গণমাধ্যমকর্মীদের কাছে বিকাশে টাকা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে।
এ ঘটনায়
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী নিজে তাঁর
ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি সতর্কতামূলক পোস্ট দেন। পোস্টে জানানো হয়,
তাঁর ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক হয়েছে। ওই নম্বর থেকে কোনো ধরনের
কল, বার্তা বা আর্থিক লেনদেনের অনুরোধ এলে তা উপেক্ষা করার জন্য সবাইকে
বিশেষভাবে অনুরোধ জানানো হয়। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত উক্ত নম্বরের
মাধ্যমে কোনো প্রকার লেনদেন কিংবা গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান না করার
আহ্বান জানানো হয়।
মঞ্জুরুল আহসান মুন্সীর পাশাপাশি যেসব বিএনপি নেতার
হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হওয়ার তথ্য পাওয়া গেছে, তাঁরা হলেন, স্বেচ্ছাসেবক
দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার,
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, কুমিল্লা
উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম (ভিপি শাহিন),
দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) আবুল কালাম আজাদ এবং
দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ।
দলীয় সূত্র জানায়, গত
কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে এসব নেতার হোয়াটসঅ্যাপে অননুমোদিত প্রবেশের
ঘটনা ঘটছে। হঠাৎ করে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া বা অন্য ডিভাইস থেকে লগইনের
নোটিফিকেশন আসার পরই প্রতারণার বিষয়টি নজরে আসে। পরে দেখা যায়, তাঁদের নাম
ব্যবহার করে পরিচিতজনদের কাছে বিভ্রান্তিকর তথ্য, সন্দেহজনক লিংক এবং
বিকাশে টাকা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে। এতে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে
বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।
দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির
সভাপতি মো.আক্তার হোসেন জানান, দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
(প্রস্তাবিত) আবুল কালাম আজাদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁর কাছে এবং
সংগঠনের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন দুলালের কাছে ৩৫ হাজার টাকা চেয়ে
মেসেজ আসে। টাকা কীভাবে দেব—এমন প্রশ্ন করলে প্রতারকরা একটি বিকাশ নম্বর
পাঠিয়ে দেয়। পরবর্তীতে তিনি জানতে পারেন, একইভাবে একাধিক বিএনপি নেতার
হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করা হয়েছে। বিষয়টি জানার পর সচেতনতার লক্ষ্যে
সংবাদকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক তথ্য প্রচার করেন।
এ
বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, “একাধিক বিএনপি
নেতার হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার খবর পেয়েছি। প্রতারকরা বিভিন্নজনের কাছে
টাকা চাইছে। নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্ক
থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সন্দেহজনক লিংক, কোড বা কল এড়িয়ে চলার আহ্বান
জানানো হয়েছে।”
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান
বলেন, “হোয়াটসঅ্যাপ হ্যাক সংক্রান্ত ঘটনায় এখনো কেউ থানায় সাধারণ ডায়েরি
(জিডি) করেননি। কেউ জিডি করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা
গ্রহণ করা হবে।”
