
প্রতারনা করে আকিজ কোম্পানির তিন পদের ব্যাটারিচালিত রিক্সা বিক্রির প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান চালক মালিক চালক ঐক্য পরিষদ। ১০ জানুয়ারি শনিবার সকালে রাজধানী ঢাকার হাতিরঝিল মধুবাগ ঝিলপাড় কেন্দ্রীয় কার্যালয়ে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান মালিক চালক ঐক্য পরিষদের মালিকদের থানা ও ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতি শ্রমিক নেতা মোঃ মমতাজ উদ্দিন মজুমদার।
সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ নুরুল আমিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকিজ কোম্পানির ই- রিক্সা তিন পদের গাড়ি রাস্তায় ছাড়লে রিক্সা ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তা অবিলম্বে বন্ধ না করলে এবং ১৩ জানুয়ারি দুই সিটি করপোরেশনের আলোচনার মাধ্যমে সমাধান না করলে ১৯ জানুয়ারি থেকে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের উপদেষ্টা মজিবুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মোঃ বসির, কোষাধ্যক্ষ মোঃ আজম বাবু, মোঃ জাহাঙ্গীর, মোঃ লেবু, মোঃ আনোয়ার প্রমুখ।
