শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) উপজেলা
নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশনায় রায়শ্রী উত্তর ইউনিয়নের দেহেলা
গ্রামের উত্তর ফসলি মাঠে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)
ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
অভিযানকালে দেখা যায়, কৃষি
ফসলি জমির উর্বর মাটি অবৈধভাবে কেটে নেওয়া হচ্ছে। এ ঘটনায় মাটি ব্যবসায়ী
মোহাম্মদ নয়নকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০০৯-এর ১৫ ধারায় ৫০
হাজার টাকা জরিমানা করা হয়।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমির
মাটি কাটার বিষয়টি আগে থেকেই এলাকাবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি
করেছিল। অভিযোগ পাওয়ার পর প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক
ব্যবস্থা নেয়। এ সময় শাহরাস্তি থানা পুলিশ অভিযানকে সহযোগিতা করে।
দণ্ডপ্রাপ্ত মাটি ব্যবসায়ী নয়ন ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়াবেন না—এ মর্মে উপজেলা প্রশাসনের কাছে লিখিত মুচলেকাও দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানায়, কৃষি জমির সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
