
বাংলাদেশের
কমিউনিস্ট পার্টি এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি'র
মনোনয়ন বাতিল করেছে কুমিল্লা জেলার রিটার্নিং কর্মকর্তা। তিনি কুমিল্লা-৫
(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র
সংগ্রহ এবং দাখিল করেছিলেন। শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে
জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে আব্দুল্লাহ আল কাফি'র মনোনয়ন
পত্রটি বাতিল বলে ঘোষণা করেন।
আব্দুল্লাহ আল কাফি জানান, 'বাংলাদেশের
কমিউনিস্ট পার্টি থেকে মনোনীত প্রার্থী আমি দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
আব্দুল্লাহ আল কাফি। কিছুদিন পূর্বেই আমাদের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ
সম্পাদক নির্বাচিত হন। যা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম। কিন্তু তারা
সেটি আপডেট করেনি। যে কারণে আজ আমার মনোনয়নপত্রে তারা নতুন সভাপতির সাক্ষরে
মনোনয়ন দেখতে পেয়ে সেটিকে বাতিল বলছে। তারা হয়তো জানেন না আমাদের নতুন
কমিটি ঘোষণা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বর্তমান সভাপতি কাজী
সাজ্জাদ জহির চন্দনের স্বাক্ষরিত ফর্মে আমাকে মনোনয়ন দেয়া হয়। আমি আগামীকাল
আবারও নির্বাচন কমিশনে গিয়ে বিষয়টি সুরাহা করার জন্য আবেদন করব। এছাড়া
আমার আর কোন অসামঞ্জস্যতা তারা পায়নি। যদিও এটি তাদের ভুল।'
তিনি আরো
বলেন, 'আমাদের দল থেকে প্রার্থী মনোনয়নের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের
দায়িত্ব ছিল। গতকাল নরসিংদীর -৪ আসনে আমার স্বাক্ষর এই দল মনোনীত প্রার্থী
নির্বাচনের জন্য মনোনীত হয়।'
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু.
রেজা হাসান জানান, কুমিল্লা -৫ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত
হিসেবে যিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন তাতে যে অসামঞ্জস্যতা পাওয়া গিয়েছে তা
ঠিক করার জন্য তিনি আইনগতভাবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
আমরা যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন পত্রটি বাতিল বলে গণ্য হয়েছে।
