দেশের
গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুমিল্লা
জেলা বিএনপি ও সদর দক্ষিণ উপজেলা বিএনপি।
কুমিল্লা-৬ আসনের ধানের শীষ
প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর আহ্বানে
দলটি ৭ দিনের শোক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ
ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, খতমে কুরআন ও দোয়া মাহফিল আয়োজন।
কর্মসূচির
অংশ হিসেবে বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার
মহানগর ২৭ নং ওয়ার্ডের ধনাইতরী কওমি মাদ্রাসা মাঠে বীর মুক্তিযোদ্ধা
আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর উপস্থিতিতে, বি এন পি নেতা আব্দুল কুদ্দুসের
সঞ্চালনায় মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ
স্থানীয় নেতাকর্মীরা। উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— হাজী সিদ্দিকুর
রহমান, এডভোকেট আখতার হুসাইন, মোহাম্মদ হানিফ, সোহেল মজুমদার, শাহ আলম,
গোলাম মোস্তফা মজুমদার, দেলোয়ার মজুমদার, ফরিদ মেম্বার, জামাল মুন্সি,
শাহাজান মেম্বার, মনির হোসেন, হান্নান, আলেক হোসেন, রেজাউল করিম খোকা, নুর
মোহাম্মদ, গিয়াস উদ্দিন, ইউনুস প্রমুখ।
খতমে কুরআন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ধনাইতরী কওমি মাদ্রাসার মোহতামিম ইকবাল হুসাইন।
খতমে
কুরআন ও দোয়া মাহফিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক
নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার
মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
