শুক্রবার ২ জানুয়ারি ২০২৬
১৯ পৌষ ১৪৩২
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কুমিল্লায় খতমে কুরআন ও দোয়া মাহফিল
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১:০৮ এএম আপডেট: ০২.০১.২০২৬ ১:৩৫ এএম |




 বেগম খালেদা জিয়ার  মাগফিরাত কামনায়  কুমিল্লায় খতমে কুরআন  ও দোয়া মাহফিলদেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুমিল্লা জেলা বিএনপি ও সদর দক্ষিণ উপজেলা বিএনপি।
কুমিল্লা-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর আহ্বানে দলটি ৭ দিনের শোক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, খতমে কুরআন ও দোয়া মাহফিল আয়োজন।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার মহানগর ২৭ নং ওয়ার্ডের ধনাইতরী কওমি মাদ্রাসা মাঠে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর উপস্থিতিতে, বি এন পি নেতা আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা। উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— হাজী সিদ্দিকুর রহমান, এডভোকেট আখতার হুসাইন, মোহাম্মদ হানিফ, সোহেল মজুমদার, শাহ আলম, গোলাম মোস্তফা মজুমদার, দেলোয়ার মজুমদার, ফরিদ মেম্বার, জামাল মুন্সি, শাহাজান মেম্বার, মনির হোসেন, হান্নান, আলেক হোসেন, রেজাউল করিম খোকা, নুর মোহাম্মদ, গিয়াস উদ্দিন, ইউনুস প্রমুখ।
খতমে কুরআন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ধনাইতরী কওমি মাদ্রাসার মোহতামিম ইকবাল হুসাইন।
খতমে কুরআন ও দোয়া মাহফিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কোটি টাকার দৌড়ে কুমিল্লার প্রার্থীরা কে কত এগিয়ে
স্ত্রীর চেয়ে সম্পদ কম মঞ্জুরুল মুন্সীর
বছরের প্রথম দিনের উপহার টেলিস্কোপে চাঁদ সূর্য দেখা
দাউদকান্দি সেতুর নিচে উদ্ধারকৃত টাইম বোমা নিষ্ক্রিয়
ভিপি জহিরুল হক মিঠুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জানাজায় ইমামতি করেন কুমিল্লারমুফতি আব্দুল মালেক
কুমিল্লায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা
তারেক রহমানকে চিঠি, নতুন সূচনার প্রত্যাশা নরেন্দ্র মোদীর
চিরনিদ্রায় খালেদা জিয়া
দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ:
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২