নিজস্ব
প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ সদর আসন থেকে
প্রতিদ্বিন্দ্বিতার লক্ষ্যে সংগ্রহকৃত মনোনয়নপত্র জমা দিবেন বিএনপি
চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। আজ ২৯ ডিসেম্বর মনোনয়ন
জমা দেওয়ার শেষ দিনে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের
কার্যালয়ে তার এই মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। আমিন উর রশিদ ইয়াছিন
দৈনিক কুমিল্লার কাগজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমার
দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কুমিল্লা সদর আসনের মানুষের পাশে ছিলাম। তারা
আমাকে সুখে-দুঃখে পাশে পেয়েছে। এই জনপদের মানুষ আমাকে মন থেকে ভালোবাসে।
তাদের সেই ভালোবাসায় সাড়া দিয়েই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে
মনোনয়নপত্র জমা দিবো। এর মধ্য দিয়ে কুমিল্লার মানুষ আমাকে কতোটা ভালোবাসে
তার একটা পরীক্ষা হয়ে যাবে।
এর আগে সকল জল্পনা-কল্পনাও রাজনৈতিক
কৌতূহলের অবসান ঘটিয়ে গত ২৪ ডিসেম্বর বুধবার বিএনপি’র চেয়ারপারসনের
উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিনের পক্ষে তাঁর সমর্থক
নেতা-কর্মীরা কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে
আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে ওই দিন
দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় সেখানে উপস্থিত
বিএনপির নেতা-কর্মীরা জানান, গত ১৭ বছরে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির
মধ্যে হাজী ইয়াছিত প্রতিটি নেতা-কর্মীকে অভিভাবকের মতো আকড়ে রেখেছেন।
মামলা-হামলা-কারাবরণে প্রতিটি কর্মীর পাশে ছিলেন। আগামী জাতীয় সংসদ
নির্বাচনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে বিজয়ী করার মাধ্যমে আমরা এর প্রতিদান
দিতে চাই।
