কুমিল্লা
মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সঞ্জীব কুমার
পুরোহিত সদ্য সরকারী চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। গতকাল ১ জানুয়ারী তিনি
অবসর পরবর্তী ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লায় মেডিসিন বিভাগে অধ্যাপক পদে
যোগদান করেছেন। তার এই যোগদান উপলক্ষে অত্র কলেজ হাসপাতালের মেডিসিন ও
এলাইড বিষয়ের সকল শিক্ষক, চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকবৃন্দের সাথে কলেজ
সভাকক্ষে এক পরিচিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত পরিচিতি সভায়
তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন অত্র মেডিকেল কলেজ পরিচালনা
পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আজিজুল হক, পরিচালক (একাডেমিক) অধ্যাপক
ডা. মোঃ কলিম উল্লাহ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যক্ষ
(ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মোঃ জাকিরুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) অধ্যাপক
ডা. নুরজাহান বেগম, পরিচালক (ইস্টার্ন নার্সিং কলেজ) অধ্যাপক ডা. মোঃ
খোরশেদ আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলী।
উল্লেখ্য ২০০৫ সালে
ইস্টার্ন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকে বর্তমানে ২১তম ব্যাচের
শিক্ষাকার্যক্রম পরিচালনায় অন্যান্য বিভাগের ন্যায় পূর্বেও কুমিল্লা
মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান যথাক্রমে অধ্যাপক ডা.
মোঃ আজিজুল হক ও অধ্যাপক ডা. মোঃ সাহাব উদ্দিন সরকারী চাকুরী সমাপান্তে
একইভাবে ইস্টার্ন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে যোগদান করেন ও বর্তমানেও
অনারারী অধ্যাপক হিসেবে শিক্ষাকার্যক্রমে অংশগ্রহণ ও প্রতিষ্ঠানের অন্যতম
পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন।
