আইডিয়াল
কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আইসিএল)-এর গ্রাহকের টাকা ফেরতের দাবিতে
কুমিল্লার চৌদ্দগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল
বিকালে চৌদ্দগ্রাম উপজেলার ধনিজকরা বাজার এলাকায় আইসিএলের ভুক্তভোগী
গ্রাহকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ক্ষুদ্র
ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, প্রবাসী ও শিক্ষকসহ শতাধিক ভুক্তভোগী অংশ নেন।
মানববন্ধনে
বক্তারা বলেন, প্রতারণামূলক কৌশলে সারা দেশের মতো নিজ এলাকা ধনিজকরাসহ
আশপাশের অঞ্চল থেকে আমানতের নামে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে
নিয়েছেন আইসিএল এমডি শফিক। দীর্ঘদিন পার হলেও গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে
উল্টো মামলা, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে হয়রানি করা হচ্ছে।
মানববন্ধনে
বক্তব্য দেন ধনিজকরা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হালিম, গোলাপ মিয়া,
মো. ইয়াছিন মিয়া, মো. বাচ্চু মিয়া, শিক্ষক মাওলানা জয়নাল অবেদীন, প্রবাসী
জয়নাল আবেদীন মজুমদার, কৃষক খলিলুর রহমান, চালক মো. শাহাদাত হোসেনসহ আরও
অনেকে।
ভুক্তভোগী গ্রাহক ও ধনিজকরা বাজারের ব্যবসায়ী আব্দুল হালিম বলেন,
“আমাদের এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম নানা প্রলোভন দেখিয়ে আমানতের কথা
বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন। এখন সেই টাকা আত্মসাৎ করে গা ঢাকা
দিয়েছেন। আমরা আমাদের ন্যায্য পাওনা ফেরত চাই বলেই আজ রাস্তায় নেমেছি।
মানববন্ধন
শেষে ভুক্তভোগীরা অবিলম্বে পলাতক আইসিএল এমডি শফিককে গ্রেপ্তার করে আইনের
আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত
দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
