আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে
সততা এন্টারপ্রাইজ নামে একটি বালু সরবরাহকারী প্রতিষ্ঠানের সামনে ফটকা
ফোটানোর অজুহাতে প্রতিষ্ঠানের অফিস তালাবদ্ধ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা
তৈরির অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি বালু
ব্যবসায়ী মরহুম এমেল কমিশনারের ৪০ বছরের ব্যবসা প্রতিষ্ঠান ' সততা
এন্টারপ্রাইজ' এর সামনে ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকালে ইংরজি নববর্ষ উপলক্ষে
দুজন শিশু এই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে একটি ফটকা ফুটায়।
বিষয়টি
জানাজানি হলে কিছু ব্যক্তি ঐ ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়। বর্তমানে
এই ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করছেন এমেল কমিশনারের দুই ছেলে রুবেল সরকার
ও রানা সরকার।
বৃহস্পতিবার নতুন ফেরিঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, সততা
এন্টারপ্রাইজের লাল বালুর স্ট্রিকের সামনে সাদা বালু দিয়ে প্রতিবন্ধতা
সৃষ্টি করে রাখা হয়েছে। ফলে এই ঘাটে তাদের ব্যবসা বন্ধ আছে। এতে ৩দিন যাবৎ
শ্রমজীবী মানুষ বেকার হয়ে আছে। বালু লোড -আনলোড করতে না পারায় গুণতে হচ্ছে
প্রচুর লোকশান।
সততা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নাছির উদ্দিন জানান,
মঙ্গলবার সকালে দুজন শিশু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে একটি ফটকা
ফুটায়। এর ফলে এই প্রতিষ্ঠানের বর্তমান সত্ত্বাধিকারী রুবেল সরকার ও রানা
সরকারকে দোষারোপ করায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ৩ দিন যাবৎ বন্ধ করে দেয়।
এতে অনেক লোকসান হচ্ছে। তাই প্রশাসনের নিকট আকুল আবেদন দ্রুত এ ব্যবসা
প্রতিষ্ঠান খুলে দিন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা এম আব্দুল হালিম জানান, ঘটনাটি জানার পর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে
পুলিশ পাঠিয়েছি। পুলিশের অনুসন্ধানে সততা এন্টারপ্রাইজে একটি শিশু একটি
ফটকা ফুটিয়েছি বলে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানের
মালিকের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
