কুমিল্লায়
র্যাব অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ ম্যাগজিন উদ্ধার করেছে। মঙ্গলবার
(৩০ ডিসেম্বর) রাতে জেলার কোতয়ালী থানার ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে এসব
উদ্ধার করা হয়।
এদিকে র্যাব পৃথক দুটি অভিযানের একটিতে ১৭হাজার ৮শ পিস
ইয়াবাসহ আব্দুল কাদের তপু নামে একজনকে গ্রেফতার করেছে। তপু কোতয়ালি থানার
গাজীপুর এলাকার বাসিন্দা । অপর অভিযানে একই থানার রাজমঙ্গলপুর এলাকার মাদক
ব্যবসায়ী জসিম খন্দকারের বাড়ির পানির ট্যাংকি থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার
করেছে।
র্যাব প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে উদ্ধারকরা পিস্তল
ব্যবহার করে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন সন্ত্রাসী ধর্মপুরসহ আশেপাশের
এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত আসামী
আবদুল কাদের তপু দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে
কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছিল এবং
পলাতক আসামী জসিম খন্দকারও সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ
করে ব্যবসা পরিচালনা করে আসছিল।
কুমিল্লা র্যাব-১১ এর উপ-পরিচারক ও
কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, অস্ত্র, সন্ত্রাস ও মাদকের
মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত
আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
