বাংলাদেশের
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
মৃত্যুতে কুমিল্লা জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকের বহিঃপ্রকাশ
হিসেবে আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত কুমিল্লা নগরীর সব
দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো
হয়। ঘোষণার পরপরই জেলা দোকান মালিক সমিতির উদ্যোগে নগরীর বিভিন্ন
গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী,
সাধারণ দোকানের পাশাপাশি স্বর্ণের দোকানসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান
নির্ধারিত সময় পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে
কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শোক কর্মসূচি পালন করা হয়েছে।
নগরীর কান্দিরপাড়ে ভিক্টোরিয়া কলেজ রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে
কোরআন খতম, দোয়া মাহফিল এবং শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত চলে এই কর্মসূচি। এতে দলটির জেলা ও
মহানগরের প্রায় ১৭০ জন নেতাকর্মী শোক বইয়ে স্বাক্ষর করে বেগম খালেদা জিয়ার
প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিএনপি
চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল ৬টায় ইন্তেকাল করেন। আজ
বুধবার বাদ জোহর তাঁর জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক
মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী সাবেক
রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
