নিজস্ব
প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী
আমিনুর রশিদ ইয়াছিন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা
জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর
বিএনপির দলীয় কার্যালয়ে কুরআনের হাফেজদের মাধ্যমে কোরআন তেলাওয়াত ও দোয়া
মাহফিল শেষে তিনি বলেন, সারাদেশের জনপ্রিয় ও আপসহীন নেত্রী, তিনবারের
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। পৃথিবীর
মায়া ত্যাগ করে তিনি না ফেরার দেশে চলে গেছেন।
তিনি আরও বলেন, নেত্রীর
চলে যাওয়াকে ঘিরে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। শুধু জাতীয়তাবাদী দলের
নেতাকর্মীরাই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ আজ শোকাহত।
হাজী
আমিনুর রশিদ ইয়াছিন বলেন, আপসহীন এই নেত্রী অন্যায়ের সঙ্গে আপোষ করলে হয়তো
ব্যক্তিগতভাবে আরও স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেন। কিন্তু তিনি কখনো অন্যায়ের
কাছে মাথা নত করেননি। নিজের স্বার্থের কথা না ভেবে আজীবন দেশের মানুষের
অধিকার রক্ষায় লড়াই করে গেছেন।
তিনি আরও বলেন, আজ দেশের মানুষ হারিয়েছে
একজন বড় মাপের মানুষকে, আর আমরা হারিয়েছি একজন অভিভাবককে। আগামী প্রজন্ম
হারিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদী এক সাহসী নেত্রীকে।
