
নাসরিন
স্পোর্টিং ক্লাব গত মৌসুমে নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। আজ শুরু
হওয়া নতুন লিগে শিরোপাজয়ী দলটি হেরেছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেএসপি নারী ফুটবল দল ৮
গোল দিয়েছে নাসরিনকে।
নারী ফুটবল লিগ মানেই গোলবন্যা। দুই-তিনটি দল
ছাড়া অন্য দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করার মতো নয়। এবার বাফুফে ১১ দল হওয়ায়
তৃপ্তির ঢেকুর তুললেও প্রথম দিনই ৮-০ স্কোরলাইন প্রকৃত চিত্র উন্মোচন
করেছে।
নাসরিন স্পোর্টিংয়ে গত বছর সাবিনা, ঋতুপর্ণা, কৃষ্ণা সবাই খেললেও
এবার কোনো তারকা খেলোয়াড় তো দূরের কথা, জাতীয় দলের কোনো খেলোয়াড়ই নিতে
পারেনি। অথচ এই দলটি কিছু দিন আগে সাফ নারী ক্লাব টুর্নামেন্টে সবাইকে
নেয়ার চেষ্টা করেছে।
আজ দিনের প্রথম ম্যাচে সানজিদার পুলিশ ০-২ গোলে
বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হেরেছে। তনিমা বিশ্বাস একাই জোড়া গোল করেছেন।
লিগ উদ্বোধনের সময় বাফুফে কর্মকর্তারা চ্যাম্পিয়ন দলকে ৪ লাখ টাকা
প্রাইজমানি ঘোষণা দিয়েছেন। প্রতি ম্যাচে সেরা খেলোয়াড়রা আর্থিক পুরস্কার
পাবেন।
