সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
১৫ পৌষ ১৪৩২
হার কাঁপানো শীতে কাঁপছে কুমিল্লা
সূর্যের দেখা মেলেনি দুপুর পর্যন্ত
জাকারিয়া হোসাইন ভূঁইয়া
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১:২৮ এএম আপডেট: ২৯.১২.২০২৫ ১:৪০ এএম |


 হার কাঁপানো  শীতে কাঁপছে  কুমিল্লাতীব্র শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কুমিল্লা। দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় হিমেল হাওয়ায় জেলাজুড়ে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষজন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আবহাওয়া ইনচার্জসৈয়দ আরিফুজ্জামান জানিয়েছেন, রবিবার (২৮ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রিসেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ১৭.৫ ডিগ্রিসেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও বিপত্তি ঘটিয়েছে কুয়াশা। আজ দুপুর সাড়ে ১২টার আগে সূর্যের দেখা মেলেনি। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারেনি, যার কারণে দিনভর তীব্র শীত অনুভূত হয়েছে।
বর্তমানে কুমিল্লায় কারিগরিভাবে কোনো শৈত্যপ্রবাহ না থাকলেও শীঘ্রই জেলাটি শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইনচার্জসৈয়দ আরিফুজ্জামান জানান, "সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রিসেলসিয়াসে নামলে আমরা সেটিকে শৈত্যপ্রবাহ বলি। বর্তমানে কুমিল্লায় শৈত্যপ্রবাহ না থাকলেও এর প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জন্য ইতিমধ্যেশৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।"
আগামী ৩ দিনের পূর্বাভাস আগামী ৭২ ঘণ্টা বা ৩ দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, কুমিল্লার আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বর্তমান শীত ও কুয়াশার পরিস্থিতি আরও কিছুটা বাড়তে পারে। সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন সারাদিন কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সাধারণত রাত ১০টার পর থেকে কুয়াশা শুরু হয়ে পরদিন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্তস্থায়ী হচ্ছে।
হঠাৎ শীতের তীব্রতা বাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে দূরপাল্লার বাস ও ট্রাক। অন্যদিকে, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় বেশি আক্রান্ত হচ্ছেন।
শহরের বাজারগুলোতে গরম কাপড়ের চাহিদা তুঙ্গে থাকলেও বিপাকে পড়েছেন দিনমজুররা। কাজ না পেয়ে অনেককে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
চান্দিনায় খেলাফত মজলিসের চূড়ান্ত মনোনয়ন পেলেন সোলায়মান খান
চান্দিনার দোল্লাই নোয়াবপুর উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তিতে পুনর্মিলনী
দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
মুরাদনগরে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র দাখিল
কনকনে শীতে ব্রাহ্মণপাড়ায় জনজীবন বিপর্যস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে -মনিরুল হক চৌধুরী
চান্দিনায় মনোনয়ন বঞ্চিত শাওনের পক্ষে মহাসড়কে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল
খেলার মাঠে মৃত্যুর কোলে ক্রিকেট কোচ জাকি
শীতার্তদের পাশে ইউএনও তাহমিনা মিতু
যে মাঠে মৃত্যু সেই মাঠেই জানাজা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২