পৌষের
কনকনে শীতে জনজীবন যখন স্থবির হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে কুমিল্লার
লালমাইয়ে ছিন্নমূল অসহায় খেটে খাওয়া মানুষগুলোর কষ্ট আরও প্রকট হয়ে উঠেছিল।
তীব্র শীতে অনেকে থরথর করে কাঁপছিলেন। চলছে শৈত্য প্রবাহ। এই কঠিন সময়ে
শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
উম্মে তাহমিনা মিতু।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ও ২৭ ডিসেম্বর শনিবার
দিনে ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় ছিন্নমূল ও ভাসমান মানুষের
মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
তিনি নিজে বিভিন্ন প্রান্ত ঘুরে
শীতবস্ত্রহীন মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন। এ সময় অন্তত ১০০ জনের মধ্যে
কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে অনেকে খুশিতে আপ্লুত হয়ে পড়েন।
ইউএনও
কার্যালয় সূত্র জানায়, এর আগেও উপজেলার বাগমারা সহ বিভিন্ন এলাকায় অসহায়দের
মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের
সহায়তায় এ ধরনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
