রোববার ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২
যে মাঠে মৃত্যু সেই মাঠেই জানাজা
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২০ এএম |


  যে মাঠে মৃত্যু  সেই মাঠেই  জানাজাঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির জানাজা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিকালে (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শেষে তার জানাজা সম্পন্ন হয়।
দুপুরে মাঠে হার্ট অ্যাটাকের পর হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এরপর হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ মাঠে আনা হয়। পরে পরিবারের তত্ত্বাবধানে জাকির মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
সকালে বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করে মারা যান জাকি। এর আগে ঢাকা ক্যাপিটালস জানিয়েছিলন, অনুশীলন সেশন পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে সিলেটের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে নেয়ার পর সেখানকার চিকিৎসকরা জাকিকে মৃত ঘোষণা করেন।
এদিকে দীর্ঘদিন দেশের ঘরোয়া ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই অভিজ্ঞ কোচের মৃত্যুতে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড় ও ক্রিকেট অঙ্গন শোকাহত। ঢাকা ক্যাপিটালস শোকবার্তায় জানিয়েছে, মাহবুব আলী জাকি অকাল প্রয়াণে দল গভীরভাবে মর্মাহত। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি জাকির পরিবারের সকল খরচ বহন করার ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে -মনিরুল হক চৌধুরী
খেলার মাঠে মৃত্যুর কোলে ক্রিকেট কোচ জাকি
যে মাঠে মৃত্যু সেই মাঠেই জানাজা
আসিফের আবেগঘন পোস্ট
চান্দিনায় মনোনয়ন বঞ্চিত শাওনের পক্ষে মহাসড়কে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেশের প্রথম বাইক ট্র্যাক ট্রেইল রেস হলো কুমিল্লার লালমাই পাহাড়ে
কুমিল্লা বিএনপি ‘বাঁচাতে’হাজী ইয়াছিনের অনুরোধ
বাবার সমাধির সামনে জলভরা চোখে তারেক রহমান
জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় ইনকিলাব মঞ্চের দোয়া ও বিক্ষোভ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২