রোববার ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২
চান্দিনায় মনোনয়ন বঞ্চিত শাওনের পক্ষে মহাসড়কে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল
রণবীর ঘোষ কিংকর
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২০ এএম আপডেট: ২৮.১২.২০২৫ ১২:৪১ এএম |


  চান্দিনায় মনোনয়ন বঞ্চিত শাওনের পক্ষে মহাসড়কে বিএনপি  নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিলকুমিল্লার চান্দিনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেছেন উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছে চান্দিনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।
শনিবার ( ২৭ ডিসেম্বর) বিকাল সোয়া ৪ টায় মিছিলটি চান্দিনা উপজেলা গেইট হয়ে মহাসড়কে উঠে। মিছিলটি সাড়ে ৪টায় চান্দিনা বাস স্টেশনে পৌছলে কাফনের কাপড় পড়ে মহাসড়কে শুয়ে পড়ে অনেক নেতা-কর্মীরা। সেখান থেকে চান্দিনা পালকি সিনেমা হলের সামনে গিয়ে অবস্থান করতে চাইলে পুলিশ ও সেনা বাহিনীর সমস্যরা তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। ততক্ষণে মহাসড়কের যানজট সৃষ্টি হয়।
এর আগে বিকাল ৩টায় চান্দিনা মিনি স্টেডিয়ামে জড়ো হয়ে নেতা-কমীরা। এতে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূঁইয়া। মনোনয়ন পরিবর্তন না ঘটলে এ আসন থেকে জনগণের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে শাওন নির্বাচন করবেন বলে জানান মফিজ উদ্দিন ভূইয়া।
গত ২৪ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব পদ থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগদান করে দলটির মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। ফলে অপর মনোনয়ন প্রত্যাশী চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল শাওন বঞ্চিত হন। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
২০০৬ সালে রেদোয়ান আহমেদ বিএনপি ছেড়ে এলডিপি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। তারপর থেকে শাওন এর পিতা খোরশেদ আলম চান্দিনা উপজেলা বিএনপি’র হাল ধরেন। ২০১৮ সাল পর্যন্ত আমৃত্যু তিনি চান্দিনা উপজেলা ও কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর আতিকুল আলম শাওন বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন এর পর থেকে শাওন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে এই আসনের সর্বত্র প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খাঁন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আরশাদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহজাহান মুন্সী, পৌর যুবদল আহ্বায়ক হাজী মো. নূরুল ইসলাম মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, উপজেলা ছাত্রদল আহ্বায়ক শরীফ খাঁন, সদস্য সচিব কাইউম খাঁন, পৌর ছাত্রদল আহ্বায়ক মাহাবুবুল আলম দোলন, সদস্য সচিব হানিফ মুন্সী প্রমুখ। বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, পৌরসভা, ১৩টি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে -মনিরুল হক চৌধুরী
খেলার মাঠে মৃত্যুর কোলে ক্রিকেট কোচ জাকি
যে মাঠে মৃত্যু সেই মাঠেই জানাজা
আসিফের আবেগঘন পোস্ট
চান্দিনায় মনোনয়ন বঞ্চিত শাওনের পক্ষে মহাসড়কে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেশের প্রথম বাইক ট্র্যাক ট্রেইল রেস হলো কুমিল্লার লালমাই পাহাড়ে
কুমিল্লা বিএনপি ‘বাঁচাতে’হাজী ইয়াছিনের অনুরোধ
বাবার সমাধির সামনে জলভরা চোখে তারেক রহমান
জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় ইনকিলাব মঞ্চের দোয়া ও বিক্ষোভ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২